Star Jalsha Jol Thoi Thoi Bhalobasa Serial ending because of new serial

Jol Thoi Thoi Bhalobasa: গল্প নয় TRP-ই সব! ৯মাসেই শেষের পথে ‘জল থই থই ভালোবাসা’, মন খারাপ ‘তোতা’ অভিনেত্রীর

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির বিনোদন মানেই প্রথমে আসে বাংলা সিরিয়াল (Bengali Serial)। দর্শকদের মন পেতে নানা চ্যানেলে একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তবে মেগা সিরিয়ালের ভবিষ্যৎ আসলে নির্ভর করে সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) উপরেই। টিআরপি ভালো থাকলে বছরের পর বছর চলবে নয়তো কয়েক মাসেই বিদায়। এবার এমনটাই হতে চলেছে ষ্টার জলসার এই মেগার সাথে।

গতবছর অর্থাৎ ২০২৩ সালের ২৫শে সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa)। কিন্তু এবার ৯ মাসের মাথাতেই ইতি হচ্ছে গল্পের। যদিও এর মাঝে বেশ কিছু সিরিয়াল ছিল যা মাত্র ৩ মাসেই বন্ধ হয়েছে। তাদের টেক্কা দিয়ে দিব্যি চলছিল ধারাবাহিকটি। এমনকি শুরু থেকে আজও রাত ৯টার স্লটেই সম্প্রচার চলছে। কিন্তু টিআরপির কাছে হার মানতেই হল।

অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালোবাসা’ এর বদলে আসছে সোনামনি সাহা ও হানি বাফনার নতুন সিরিয়াল ‘শুভ বিবাহ’। ইতিমধ্যেই প্রোমো মন কেড়েছে দর্শকদের। তাছাড়া টাইমস্লটও ঘোষণা হয়ে গিয়েছে। মাঝে গুঞ্জন উঠেছিল হয়তো টাইমস্লট বদল হতে পারে, কিন্তু সেটা আর হল না, মন খারাপ করার মত খবরটাই এল শেষমেশ।

Jol Thoi Thoi Bhalobasa serial

আরও পড়ুনঃ ‘দাদা থেকে বাবা হয়ে যাবে সৃজন…’! ‘নিম ফুলের মধু’র আসন্ন ট্র্যাক ফাঁস করলেন পর্ণা?

শেষ হয়ে যাওয়ার খবরে দর্শকদের পাশাপাশি ধারাবাহিকের সাথে যুক্ত সমস্ত কলাকুশলীদেরও মন খারাপ। দীর্ঘ ৯ মাস একসাথে কাজ করতে গিয়ে পরিবারে মত হয়ে উঠেছিলেন সকলে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী অনুশা বিশ্বনাথনের সাথে।

অনুশা বলেন, ‘আমার তো মনটা খারাপ, সবাই খুব মিলেমিশে থাকতাম। একসাথে খাওয়া-দাওয়া খুব মিস করব। তবে সব ভালো জিনিসেরই তো শেষ আছে। দর্শকেরা যে ভালোবাসা আমাদের দিচ্ছেন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, লোকে বলছে কেন শেষ হচ্ছে আমাদের খারাপ লাগছে’।

দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে, ‘আমরা পরে অবশ্যই এরকম আরও ভালো ভালো কাজ করব। এই যে এত ভালোবাসা ওরা আমাদের দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ’।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X