Neem Phooler Madhu Parna says dont miss any episode srijan can becam father from brother

Partha

‘দাদা থেকে বাবা হয়ে যাবে সৃজন…’! ‘নিম ফুলের মধু’র আসন্ন ট্র্যাক ফাঁস করলেন পর্ণা?

নিউজশর্ট ডেস্কঃ ‘ও মিঠে নিম ফুলের মধু…’ সন্ধ্যে আটটা বাজলেই বাঙালি বাড়িতে এই সুর এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) দেখতে হাজির হয়ে পড়েন বাড়ির সকলেই। টিআরপি তালিকা (TRP List) দেখলেই সেটার কারণ স্পষ্ট হয়ে যাচ্ছে। একেরপর এক ধামাকাদার পর্ব হয়েই চলেছে, যেটা মিস একেবারেই করা যাবে না। তবে এবার আরও বড় চমক দিলেন খোঁজ পর্ণা অভিনেত্রী পল্লবী শর্মা!

   

দর্শকেরা জানান, বর্তমানে পর্ণা নিজের স্মৃতিশক্তি হারিয়েছে। যে কারণে সৃজনকে সে দাদা হিসাবেই দেখছেন এখন। এতে বাবুউউর মা খুশি হলেও বাবু থুড়ি সৃজনের মন খারাপ। বাড়ির সকলে মিলে চেষ্টা করছে ধীরে ধীরে পর্ণার স্মৃতি ফেরানোর। তবে গল্পে কোনো ভাটা আসেনি, বরং নিত্য নতুন কান্ড কারখানায় আরও জমজমাট হয়ে উঠছে প্রতিটা পর্ব।

একদিকে সতীন সুইটি অন্যদিকে ঈশা দুজনে মিলে নানাভাবে পর্ণাকে হেনস্থা করার চেষ্টা করলেও তাতে ষোলো আনা ব্যর্থ হচ্ছে। পর্ণা তো আছেই সাথে মেয়ে পুঁটিও টাইট দিচ্ছে সুইটিকে। তবে আগামী দিনে যে আরও অনেক চমক অপেক্ষা করে রয়েছে তা কিন্তু এখন থেকেই জানিয়ে ইয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা।

Neem Phooler Madhu, নিম ফুলের মধু

আরও পড়ুনঃ নিছক অভিনয় নয়, শুটিং ফ্লোরে উত্তেজিত হয় সত্যিই ‘সপাৎ সপাৎ’ দিতেন ‘বেল্ট ম্যান’ রঞ্জিত মল্লিক!

সম্প্রতি একটি ভিডিও ইন্টারভিউতে একসাথে পপকর্ণ পার্টি করতে দেখা যায় ঈশা, পর্ণা, পুঁটি ও সুইটি চার অভিনেত্রীকে। টিআরপি তালিকায় ভালো ফল হওয়াতেই চলছিল পপকর্ণ পার্টি। তারই মাঝে পর্ণা জানান, ‘সৃজন বর থেকে দাদা হয়ে গেছে, এবার একটা এপিসোড মিস করলে কোনদিন দেখবেন সৃজন হয়তো বাবা হয়ে যাবে বুঝতেও পারবেন না’। একথা বলা মাত্রই উপস্থিত সকলেই হাসতে শুরু করেছে।

প্রসঙ্গত, এটি তীব্র গরমের মধ্যে শুটিংয়ের সমস্যা সম্পর্কেও জানান তাঁরা। তাপমাত্রা যেখানে ৪০ পেরিয়ে ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই সেখানে আউটডোর শুটিং করতে হচ্ছে, ভীষণ কষ্টের ব্যাপার। যদিও সিরিয়ালের খুদে সদস্য ‘পুঁটি’র কিন্তু আউটডোর শুটিংয় শুনেই উত্তেজনা ডাবল হয়ে যাচ্ছে। সবশেষে পল্লবী আবারও জানান সন্ধ্যে আটটার সময় ‘নিম ফুলের মধু’ দেখতে কিন্তু একদম ভুলবে না