নিউজশর্ট ডেস্কঃ দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। কোটি কোটি মানুষ, তাদের উন্নততর পরিষেবা দেওয়ার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাঙ্ক। কিন্ত সবচেয়ে বেশি সংখ্যক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকায় রোজই অত্যাধিক ভিড় হয় এসবিআই (SBI) এর প্রতিটি ব্রাঞ্চে। যে কারণে পাশবই আপডেটের মত কাজের জন্যও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।
মূলত অ্যাকাউন্ট ব্যালান্স চেক (Account Balance Checking) করার জন্য পাশবই আপডেট করেন বেশিরভাগ লোকেই। তাছাড়া পুরোনো ট্রানসাকশান দেখা থেকেই শুরু করে আরও নানা ধরণের কাজে লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাশবই। তবে আপনার যদি শুধু ব্যাঙ্কের ব্যালেন্স জানতে লাগে। তাহলে আজ অফলাইনে পাশবই আপডেট ছাড়াও আরও ৭টি পদ্ধতি সম্পর্কে জানাবো যেভাবে ব্যালেন্স জানতে পারবেন সহজেই।
State Bank of India এর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতিঃ
মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে : SBI এর তরফ থেকে সহজে মোবাইল পরিষেবা পাওয়ার জন্য YONO অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। এই App গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর প্রথমবার রেজিস্ট্রেশন করে mPIN সেটআপ করে ফেলতে হবে। এরপর যখন খুশি তখন ব্যালেন্স চেক করুন।
আরও পড়ুনঃ টিকিট ছাড়া হাওড়া স্টেশনে ভুলেও নয়! জব্বর কড়াকড়ি রেলের, ধরলেই ফাইন নিশ্চিত
ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে : মোবাইল ব্যাংকিংয়ের মত যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অনলাইনে ব্যাংকিংয়ের সুবিধা থাকে তাহলে ইউজার আইডি আর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই সমস্ত তথ্য দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে শুধু ব্যাঙ্কের ব্যালেন্স নয়, ট্রানসাকশান দেখা ও PDF ডাউনলোড করে নেওয়া যাবে।
UPI এর মাধ্যমে ব্যালান্স চেক : বর্তমান সময়ে দাঁড়িয়ে কমবেশি সকলের হাতেই আছে স্মার্টফোন। আর স্মার্টফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই খুব সহজে UPI এর দ্বারা যেকোনো কিছুর পেমেন্ট করা খুব সহজ হয়ে যায়। এই UPI অ্যাপের মাধ্যমেও ব্যালান্স চেক করা যায়। Google Pay, Phone Pe, Paytm এর মত অ্যাপগুলিতে “Check Bank Balance” অপশনে ক্লিক করে ইউপিআই পিন দিলেই ব্যাঙ্কের ব্যালান্স দেখা যাবে।
SBI Whatsapp Banking এর দ্বারা Balance Check : গ্রাহকদের সুবিধার্থে হোয়াটস্যাপেও হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক। এক্ষত্রে +91 9022690226 নাম্বার সেভ করে নিন। তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে “Hi” লিখে মেসেজ করলেই নানা অপশন আসবে। তখন Balance Check সিলেক্ট করে রিপ্লাই দিলেই অ্যাকাউন্ট ব্যালেন্স জানা যাবে।
SMS এর দ্বারা ব্যাঙ্কের ব্যালেন্স চেকিং : আপনার যদি স্মার্টফোন না থাকে তাহলে মেসেজের মাধ্যমেও ব্যালেন্স জেনে নিতে পারবেন। সেক্ষেত্রে ব্যাঙ্কে রেজিস্টার্ড ফোন নাম্বার থেকে 09223766666 নাম্বারে ‘BAL’ লিখে পাঠালেই মেসেজের মাধ্যমে ব্যালেন্স জানতে পেরে যাবেন।
Toll Free নাম্বারে কল করে : প্রবীণ ব্যক্তিরা যেমন স্মার্টফোন ব্যবহার করতে অপ্রস্তুত হয়ে যান তেমনি এসএমএস করতেও অসুবিধার সম্মুখীন হন। সেক্ষেত্রে সোজাসুজি একটি টোল ফ্রি নাম্বারে ফোন করেই ব্যালেন্স জেনে নিতে পারবেন। SBI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই নাম্বার পাওয়া যাবে।