নিউজশর্ট ডেস্কঃ যেমনটা আশা ছিল তেমনটাই হল। ভোট মিটে যাওয়ার পরিয়ে হু হু করে বাড়ল মোবাইল রিচার্জের দাম (Mobile Recharge Price Increase)। আগামী ৩রা জুলাই থেকেই অনেকটা বাড়ছে টেলিকম অপারেটরদের প্রায় সমস্ত প্ল্যানের দাম। বৃহস্পতিবার রিলায়েন্স জিও (Jio) প্রথম দাম বৃদ্ধির কথা জানায়। এর ঠিক পরেই এয়ারটেল (Airtel) ও নিজের রিচার্জের দাম বৃদ্ধি ঘোষণা করে। এমনকি পিছিয়ে নেই আরেক সংস্থা ভোডাফোন ইন্ডিয়া বা VI-ও। তবে চমকে দিল BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড।
অন্য সমস্ত কোম্পানি যখন রিচার্জের দাম বাড়াতে ব্যস্ত তখন BSNL এখনও পর্যন্ত কোনোরকম মূল্যবৃদ্ধির কথা জানায়নি। উল্টে BSNL তাদের একটি প্ল্যানে আরও বেশি ডেটা দেয়ার ঘোষণা করেছে। যেটা দেখার পর গ্রাহকদের অনেকেই খুশি হয়েছেন। এমনিতেই বর্তমানে স্মার্টফোন ব্যবহার করতে গেল ইন্টারনেট পরিষেবা অপরিহার্য, সেখানে দাঁড়িয়ে বেশি ডেটা দেওয়ার অর্থ আরও বেশি গ্রাহককে আকৃষ্ট করা। কোন প্লানে মিলবে এই অতিরিক্ত সুবিধা? চলুন জেনে নেওয়া যাক।
BSNL এর অতিরিক্ত ডেটা অফার!
BSNL এর একটি ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। যেটা দিয়ে রিচার্জ করলে প্রতিদিন ২ জিবি করে হাইস্পীড ডেটা দেওয়া হয়। একইসাথে আনলিমিটেড লোকাল কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০টি ফ্রি এমএমএস এর সুবিধাও পাওয়া যায়। এই সব কিছুর বৈধতা থাকে ১০৫ দিনের জন্য। বাজারের অন্যান্য টেলিকম সংস্থার থেকে এই দাম অনেকটাই কম। তবে বাকিরা যখন নিজেদের প্ল্যানের দাম বাড়াচ্ছে তখন ৬৬৬ টাকার প্ল্যানে আরও ৩ জিবি ডেটা বেশি দেওয়ার ঘোষণা করল বিএসএনএল।
আরও পড়ুনঃ বাড়িকে বানান ATM, এই ব্যবসা একবার শুরু করলে প্রতিমাসেই আয় হতে পারে ৫০,০০০ টাকা!
কেন দাম বাড়ছে মোবাইল রিচার্জ প্ল্যানের?
যদিও ভোটের আগেই জানানো হয়েছিল যে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে। তাও ঘোষণার পর সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই এই মূল্যবৃদ্ধিকে অনৈতিক বলে মনে করছেন! তবে দাম বাড়ানোর কারণ হিসাবে কি বলছে কোম্পানিগুলি? জানা যাচ্ছে, বর্তমানে টেলিকম অপারেটর সংস্থা গুলির ব্যক্তিপ্রতি গড় আয় ২০০ টাকার কাছাকাছি কিন্তু প্রুযুক্তির সাথে পাল্লা দিয়ে পরিষেবা প্রদান ও কোম্পানির লাভ বজায় রাখতে হলে গড় আয় ৩০০ টাকা করতে হবে। সেই কারণেই এই দামের বৃদ্ধি করা হয়েছে।