tollywood actress Chhanda Chattopadhyay shares her struggle story and acting carrier experience

‘গোল্ড মেডেল বেচে খেতে হয়েছে!’ ছোট-বড় পর্দায় কাজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে অকপট ছন্দা চট্টোপাধ্যায়

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের জগতে ছন্দা চট্টোপাধ্যায় (Chhanda Chatterjee) নামটা সকলেরই চেনা। সিরিয়াল থেকে সিনেমা সর্বত্রই দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছেন তিনি। বয়স হোক বা শারীরিক সমস্যা কোনোটাকেই কাজের পথে বাঁধা হয়ে দাঁড়াতে দেননি তিনি। কিছুদিন আগেই শেষ হওয়া অষ্টমী ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। এবার নিজের দীর্ঘ কর্মজীবন ও সংগ্রামের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘আমি ছোট থেকেই বাবা মায়ের কাছে চাওয়া বা অন্য কারোর থেকে কিছু চাওয়া পছন্দ করতাম না। কোনোদিন খেতাম কোনোদিন খেতাম না, খুব কষ্টেই চলত। এমনকি ‘টিনের তলোয়ার’ ছবির জন্য পুরস্কার নিতে যাচ্ছি সেদিনও না খেয়েই গিয়েছিলাম খালি পেটে। বিস্কুট খেয়ে ফিরতাম, রাত্রে বাড়ি আসার সময় চপ মুড়ি কিনে খেতাম। আমাদের অবস্থা খারাপ ছিল না, কিন্তু আমি চাইবো না এটাই’।

পরিস্থিতির চাপে সোনার মেডেলও বেচে দিতে হয়েছে

এদিন কথায় কথায় অভিনেত্রী আরও জানান, ‘হরেন মুখার্জী আমায় গোল্ড মেডেল দিয়েছিলেন। কিন্তু সেসব আর নেই। কারণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই সব বেচে খেয়ে নিতে হয়েছে। কি করবো আমাদের তো জীবন এই। অবস্থা খারাপ ছিল এমনটা নয়, কিন্তু ওই যে কারোর থেকে চাইবো না’।

Actress Chhanda Chatterjee

আরও পড়ুনঃ ‘ভালোবাসে আগলে রাখার জন্য সারা জীবন কৃতজ্ঞ’ শ্রীময়ীর জন্মদিনে ‘খুব ভালোবাসি’ জানালেন কাঞ্চন

এরপর অভিনেত্রী বলেন, আমি কারোর থেকে পয়সা চাইব না বলে টালিগঞ্জ থেকে হেঁটে যেতাম আর হেঁটে আসতাম। তখন আমার বয়স ৮ বছর। এখন ভাবলে ভাবি কি করে করেছিলাম! তখন একরকম লড়াই ছিল এখন আরেকরকম লড়াই। তখন একবেলা খেতাম একবেলা খেতাম না। কিন্তু এখন সবটাকে নিয়ে চলতে হয় এখন চাপ বেড়েছে।”

দীর্ঘ অভিনয় যাত্রায় কোনো আক্ষেপ রয়েছে ছন্দা চট্টোপাধ্যায়ের?

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ‘আমি কিছু আক্ষেপ করি না। আমি সবসময় সামনের দিকে এগিয়েই চলি। আমাকে কাজ করতে হবে, কাজ করে যাচ্ছি, এই আর কি!’ বর্তমানে ৮০ বছর বয়সেও দিব্যি অভিনয় করে যাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এনার্জি চাইলেই পাবে। মানসিকভাবে কেউ যদি বলে আমি এটা করব, তাহলে ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, চারুলতা, সাত ভাই চম্পা, কালবেলা, শুভ দৃষ্টি থেকে ১০০% লাভ এর মত বহু ছবিতে কাজ করেছেন ছন্দা চট্টোপাধ্যায়। এছাড়াও বাংলা ধারাবাহিকের জগতের হিট মেগা পটল কুমার গানওয়ালা, তোমায় আমায় মাইল এর মত ধারাবাহিকেও দকেহা গিয়েছে তাঁকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X