Kanchan Mallick post Birthday wish for Wife Sreemoyee Chattoraj on social media

‘ভালোবাসে আগলে রাখার জন্য সারা জীবন কৃতজ্ঞ’ শ্রীময়ীর জন্মদিনে ‘খুব ভালোবাসি’ জানালেন কাঞ্চন

নিউজশর্ট ডেস্কঃ প্রেমদিবসে আইনি বিয়ে তারপর সামাজিক বিয়েও মিটেছে রাজকীয় ভাবে। আর এবার বিয়ের পর প্রথম জন্মদিন শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। তাই স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। ঘড়ির কাটা রাত ১২টা জানান দিতেই সোশ্যাল মিডিয়ার পাতায় একগুচ্ছ ছবি শেয়ার করে ‘খুব খুব খুব ভালোবাসি’ জানালেন কাঞ্চন মল্লিক।

ইনস্টাগ্রামে নতুন পুরোনো মিলিয়ে বেশ কিছু ছবি শেয়ার করে কাঞ্চন লিখলেন, শুভ জন্মদিন, ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক, আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো, আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাসি’।

শ্রীময়ীকে সর্বদাই পাশে পেয়েছিলেন অভিনেতা। সেটা মা-বাবার মৃত্যুই হোক বা দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশ্ছেদ। বন্ধু থেকে সঙ্গীর মত কাঞ্চনকে সামলেছেন ২৭ বছরের অভিনেত্রী। সেই কারণেই দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদের পর শ্রীময়ীকে বিয়ের সিদ্ধান্ত নেন কাঞ্চন। ভালোবাসার দিন ১৪ই ফেব্রুয়ারিই আইনি বিয়ে সারেন। এরপর মার্চে আনুষ্ঠানিকভাবে সামাজিক বিয়ে হয়।

আরও পড়ুনঃ ওপার বাংলার গো-মাংস রান্না! ‘মাথায় আসেনি এটা হতে পারে!’ চোখে জল নিয়ে ক্ষমা চাইলেন সুদীপা

হিসাবে মত কাঞ্চন মল্লিকের এটা ছিল তৃতীয় বিয়ে, তবে শ্রীময়ীর ক্ষেত্রে এটাই ছিল প্রথম। তাই আইবুড়ো ভাত, গায়ে হলুদ থেকে বিয়ে সবটাই ধুমধাম করে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রি ওয়েডিং থেকে বিয়ের একাধিক ছবি ও ভিডিও শেয়ার ও ভাইরাল হয়েছে। নেটিজেনদের সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

কিছুদিন আগেই ছিল জামাইষষ্ঠী। এদিন শ্বশুরবাড়ি থেকেই বিশেষ যত্নও পেয়েছেন অভিনেতা। তবে নালিশ ছিল শ্রীময়ীর যে বিয়ের পরে নাকি সময় নেই তার, খালি ফোনে ব্যস্ত। তাছাড়া ‘মধুচন্দ্রিমা’ হয়নি তাদের এই নিয়েও কমপ্লেন করেছিলেন শ্রীময়ী। তবে এক সপ্তাহে আগেই চাঁদনী রাতে সমুদ্রতটে দেখা গিয়েছে শ্রীময়ী-কাঞ্চনকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X