নিউজশর্ট ডেস্কঃ রিলায়েন্স জিও (Jio) নামটার সাথে বাচ্চা থেকে বড় সকলেই পরিচিত। একদিকে যেমন ভারতবর্ষের অন্যতম একটি টেলিকম অপারেটর কোম্পানি তেমনি আরও একাধিক প্রোডাক্ট রয়েছে। বিনামূল্যে 4G ইন্টারনেট দিয়ে শুরু হয়েছিল যাত্রা। এরপর একে একে নিজস্ব ফোন থেকে ব্রডব্যান্ড পরিষেবা, এমনকি নিজস্ব ল্যাপটপপি লঞ্চ করেছে কোম্পানি। তবে এবার ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে জিও (Jio Launches Electric Cycle)।
জিও ইলেকট্রিক সাইকেল
প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রল থেকে ডিজেলের দাম। অন্যদিকে এই সমস্ত জ্বালানি পোড়ানোর ফলে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তবে আপনি যদি ইলেকট্রিক স্কুটি বা গাড়ি চান তাহলে দুদিকেই লাভ। আর এবার মধ্যবিত্তের হাতে ব্যাটারি চালিত গাড়ি তুলে দিতে বাজারে আসতে চলেছে জিও ইলেকট্রিক সাইকেল। কেমন দেখতে হবে? কি কি ফিচার্স থাকবে আর কত হতে পারে দাম? চলুন দেখে নেওয়া যাক।
জিও ইলেকট্রিক সাইকেলের ফিচার্স
- সূত্রমতে, এই সাইকেলে চার গিয়ার যুক্ত একটি মোটর থাকবে। মোটরটি হবে ২৫০ ওয়াটের BLDC মোটর।
- থাকবে পাওয়ারফুল ব্যাটারি যেটা সেই মোটরকে শক্তি যোগাবে।
- জিও ইলেকট্রিক সাইকেলে ৩০-৩৫ কিমি বেগ তোলা যাবে অনায়াসেই। এমনকি সর্বোচ্চ গতিবেগ হবে ৫৫ কিমি প্রতি ঘন্টা।
- মাত্র ৪ থেকে ৫ ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে সাইকেলটি।
আরও পড়ুনঃ গোঁদের উপর বিষফোঁড়া! রিচার্জের দাম বাড়ার পরেও নতুন ঝামেলা, চিন্তায় স্মার্টফোন ব্যাবহারকারীরা
জানলে অবাক হবেন এই সাইকেল একবার ফুল চার্জ দিলে অনায়াসে ৪০ থেকে ৪৫ কিলোমিটার রাস্তা যাওয়া যাবে। এছাড়াও সামনে ও পিছনে দুই চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক সিস্টেম, অ্যালেন কি, স্ট্যান্ড সহ আরও একাধিক ফিচার্স।
কত টাকা দাম জিও ইলেকট্রিক সাইকেলের?
যদিও অফিসিয়ালি কোনো দাম ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে এই সাইকেলের দাম ৩০,০০০ টাকার মধ্যেই করা হতে পারে। তাছাড়া সাধারণ থেকে গরিব মানুষেরা যাতে সহজেই এই ইলেকট্রিক সাইকেল কিনতে পারেন তার জন্য EMI এর অপশন থাকবে। চাইলে মাত্র ৭০০ টাকার ডাউন পেমেন্ট করেই জিও ইলেকট্রিক সাইকেল বাড়ি নিয়ে যাওয়া যাবে।
কোথায় কিনতে পাওয়া যাবে Jio Electric Cycle?
যেমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে জিও স্টোরে এই সাইকেলের অর্ডার দেওয়া যাবে। এছাড়াও ডিজিটাল ভারতের যুগে অনলাইনে বাড়িতে বসেই ডেলিভারি পেয়ে যেতে পারবেন জিও ইলেকট্রিক সাইকেলের।