নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে ততই আধুনিকতার সাথে মিশে যাচ্ছি আমরা। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা স্মার্টফোন (Smartphone) ছাড়া কাজ করতে ভীষণ অসুবিধে হয়। অফিসের কাজ থেকে ব্যাঙ্কিং, পড়াশোনা থেকে শুরু করে যোগাযোগ সবক্ষেত্রেই স্মার্টফোন অতিপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তবে সাধ থাকলেও অনেক সময় সাধ্য থাকে না, তাই ভালো ফিচার্সের স্মার্টফোন কেনা যাই না। কিন্তু আর চিন্তা নেই, এবার একেবারে বাজেটের মধ্যেই ফাটাফাটি ফোন লঞ্চ করল রেডমি (Redmi)।
এই মুহূর্তে যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত সুখবর! দশ হাজার তো দূর মাত্র ৭০০০ টাকাতেই চোখ ধাঁধানো ডিজাইন আর ফিচার্স ভরপুর স্মার্টফোন লঞ্চ করেছে Redmi ইতিমধ্যেই অনলাইনে কেনা যাচ্ছে। Amazon এ গিয়েই আপনিও এই ফোন অর্ডার করে ফেলতেই পারেন। তবে তার আগে একবার ফোনটির ফিচার্স সম্পর্কে দেখে নেওয়া যাক।
Redmi A3X এর ফিচার্স
- রেশমির এই ফোনটিতে Unisoc T603 প্রসেসর থাকছে। যা একটি অক্টা কোর প্রসেসর, এটির ক্লক স্পিড 1.8GHz
- ৬.৭১ ইঞ্চির একটি এইচডি ডিসপ্লে থাকছে, তবে অন্যান্য ফোনে যেখানে ৬০ হার্ড ডিসপ্লে থাকে সেখানে এই ফোনে ৯০ হার্জের ডিসপ্লে থাকবে
- ফোনটির পিছনে ৮ মেগা পিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে। দুই ক্যামেরাতেই AI ফিচার্স থাকবে
- ৫০০০mAh এর পাওয়ারফুল ব্যাটারি ও সেটিকে চার্জ দেওয়ার জন্য 10W চার্জার দেওয়া হবে বক্সের সাথেই
- ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস আনলকের সুবিধা পাওয়া যাবে
- ফোনটির দুটি স্টোরেজ অপশন পাওয়া যাবে, যার একটি 3GB Ram 64GB স্টোরেজ অন্যটি 4GB Ram 128GB স্টোরেজ
- ডুয়াল সিম স্লট ও মাইক্রো SD কার্ড সাপোর্ট থাকবে ফোনটিতে
- এটি একটি 4G ফোন
আশা করেছি ফিচার্স দেখেই বুঝতে পেরেছেন মাত্র ৭০০০ টাকায় এত কিছু সমেত একটা স্মার্টফোন সত্যিই পাওয়া দুষ্কর। তবে 3GB Ram এর ফোনটি ৭০০০ টাকা দাম পড়বে। আপনি যদি 4GB RAM+128 GB স্টোরেজ ভার্শনটি নিতে চান তাহলে একটু বেশি দাম পড়তে পারে।