TATA Steel Recruitment 2024

মাধ্যমিক পাশেই TATA-তে ৩০,০০০ টাকা মাইনের চাকরি! সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে রাজ্য তথা দেশে চাকুরিপ্রার্থীর সংখ্যা বেড়ে গেলেও ভালো চাকরি (Job) সেভাবে নেই। তাই একটা ভালো চাকরির সুযোগ এলেই যেন ঝাঁপিয়ে পড়ছে ছেলে মেয়েরা। সম্প্রতি TATA গ্রূপের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে একশো দুশো নয় কয়ে হাজার কর্মী নেওয়া হবে। কিভাবে আবেদন করবেন? কি লাগবে যোগ্যতা? বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

TATA গ্রূপ হল দেশের সেরা কোম্পানিগুলির  মধ্যে অন্যতম। প্রতিবছরেই বহু কমসংস্থান করে টাটা। একদিকে যেমন একটা ভালো চাকরি পাওয়া যায় তেমনি মোটা মাইনেও মেলে টাটাতে কাজ করলে। তাই অনেকেই স্বপ্ন দেখেন TATAতে চাকরির। তাদের জন্য এটাই হতে পারে সুবর্ণ সুযোগ।

TATA Recruitment 2024 এ কোন কোন পদে নিয়োগ হবে?

বিজ্ঞপ্তি থেকে যেমনটা জানা যাচ্ছে প্রায় ৬০০০ এরও বেশি শূন্যপদ রয়েছে। একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে যে পদগুলিতে নিয়োগ হবে সেগুলি উল্লেখ করা হলঃ

  • Area Manager
  • Marketing-Chemical Specialty Area
  • Manager Management Development
  • Mgr Foreign Exchange & Commodity Hedging
  •  Assistant Manager (R&R)
  • Asst. Manager (Land & Lease)
  • Manager Civil, Asst Manager BAF
  • Assistant Manager – Investor Services,
  • Emergency Medicine – Meramandali
  • Management Trainee Technical
  • BIT Sindri- Mechanical

আরও পড়ুনঃ দাম বাড়লেও চিন্তা নেই! ফাঁস হল সস্তায় Airtel, Jio রিচার করার গোপন ট্রিকস, না জানলে আপনারই লস

শিক্ষাগত যোগ্যতা ও বেতন

TATA গ্রূপের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ ও স্নাতক হতে হবে। তবে বিভিন্ন পদের ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। যদি সেটা বিস্তারিত জানতে চান তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা অনুযায়ী নূন্যতম ২৪ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ হাজার ৩০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। তবে পদ অনুযায়ী বেতন কম বা বেশ হতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট পদের বেতন জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখতে হবে।

কিভাবে আবেদন করতে হবে?

  1. যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইকিছুক তাদের পরপথমেই TATA Steel এর অফিসিয়াল ওয়েবসাইট ইহকালে যেতে হবে।
  2. অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর Recruitment সেকশনে চলে যেতে হবে। সেখান থেকেই ফর্ম ফিলাপ করতে হবে।
  3. আবেদন ফর্ম সঠিকভাবে ফিলাপ করা হয়ে গেলে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  4. সবশেষে সমস্ত তথ্য ঠিক আছে কি না চেক করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
  • আবেদনকারী প্রার্থীর বায়োডাটা

আবেদন শুরু ও শেষের তারিখ 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ২৮শে জুন থেকেই আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৮ই অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। তাই যারা অ্যাপ্লাই করতে চাও তারা এই সময়ের মধ্যে আবেদন করে ফেলতে পারো।

কিভাবে নিয়োগ করা হবে?

যেমনটি জানা যাচ্ছে, এই নিয়োগের জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। বরং যোগ্যতার ভিত্তিতেই সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ শেষ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সব কিছু ঠিক থাকলেই চাকরিতে নিয়োগ করা হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X