নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial)। ষ্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেলে একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়, যা দেখার জন্য অপেক্ষায় থাকেন সকলেই। আসলে টিভির এই মেগাগুলির সাথে যেন একাত্ম হয়ে পড়েন দর্শক। সেই কারণেই পর্দায় নায়ক নায়িকারা কখন যে আপন হয়ে যায় বোঝা মুশকিল। টেলি ইন্ডাস্ট্রির এমন অনেক তারকা রয়েছেন যাঁরা অভিনয়ের দৌলতেই যেমন জনপ্রিয় হয়েছেন তেমনি মোটা টাকা রোজগারও করছেন।
অভিনয়ের দৌলতেই কেউ হাজার তো কেউ লাখ টাকা উপার্জন করেন। তবে এক্ষেত্রে TRP একটা বড় ফ্যাক্টর। আপনাদের পছন্দের অভিনেত্রীরা কত টাকা পারিশ্রমিক পান জানতে ইচ্ছা করছে নিশ্চই? তাহলে চলুন জেনে নেওয়া যাক সুপারহিট কিছু সিরিয়াল অভিনেত্রীদের আনুমানিক বেতন। সাথে জানা যাবে বাংলা সিরিয়ালে সবচেয়ে বেশি পারিশ্রমিক কোন অভিনেত্রীর (Bengali Serial Actress Salary)?
পল্লবী শর্মা (Pallavi Sharma) : বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মাকে। সদয় প্রকাশি টিআরপি তালিকার হিসেবে বেঙ্গল টপার হয়েছে ধারাবাহিকটি। তবে এটাই কিন্তু অভিনেত্রীর প্রথম মেগা নয়। এর আগে জবা, কে আপন কে পর এর মত সুপারহিট সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। জানলে অবাক হবেন ‘কে আপন কে পর’ এর সময় ২০,০০০ টাকা পারিশ্রমিক পেতেন অভিনেত্রী। যেটা বর্তমানে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ‘ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত এখন আসল’ বাংলা ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা নিয়ে সরব জয়জিৎ
অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) : জ্যাস সন্ন্যাল… নামটা সিরিয়ালপ্রেমী সকলের কাছেই খুব চেনা। আর হবে নাই বা কেন শুনি! একদিকে যেমন জমজমাট অ্যাকশন তেমনি ফ্যামিলি ড্রামা, দুস্টু মিষ্টি রোম্যান্স সবই রয়েছে এক সিরিয়ালে। গল্পে নায়িকা ‘জগদ্ধাত্রী’র চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। ২৯শে অগাস্ট ২০২২ সালে শুরু হয়েছিল ধারাবাহিকটি। সেই সময় তার পারিশ্রমিক ছিল ৭০,০০০ টাকা। সুতরং বোঝাই যাচ্ছে সেটা বেড়ে ১ মুখের গন্ডি হয়তো পেরিয়েই গিয়েছে।
দিব্যানি মন্ডল (Divyani Mondal) : জি বাংলার ফুলকি সিরিয়ালের অভিনেত্রী দিব্যানি মন্ডল। এটাই অভিনেত্রীর নায়িকা হিসাবে প্রথম ধারাবাহিক, আর তাতেই একেবারে ফাটিয়ে দিয়েছেন তিনি। টিআরপি তালিকাতেও প্রথম ৩ এর মধ্যেই দেখা যায় ধারাবাহিকটিকে। যেমনটা জানা যাচ্ছে ফুলকি চরিত্রের জন্য মাসে প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী।
অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) : টলিউডের প্রাণোচ্ছল অভিনেত্রীদের কথা বলতে গেলে সবারই আগেই বলতে হয় ‘অপা দি’ অর্থাৎ অপরাজিতা আঢ্যর কথা। সিনেমা থেকে সিরিয়াল সর্বত্র তাঁর অভিনয় সুপারহিট। সম্প্রতিকালে জি বাংলার ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। এর আগে লক্ষী কাকিমা সুপারস্টার, জল নুপুর, পুণ্যি পুকুরের মত ধারাবাহিকেও দুর্দান্ত অভিনয়ে মন জিতে ছিলেন সকলের। সূত্রমতে অভিনেত্রী মাসে ৪৫০০০ টাকা পারিশ্রমিক নেন।
মানালি দে (Manali Dey) : কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার একটি জনপ্রিয় মেগা ‘কার কাছে কই মনের কথা’। গল্পে শিমুলের চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রী মানালি দে’কে। এর আগে অভিনেত্রীকে একাধিক সিরিয়াল, সিনেমা এমনকি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে, অভিনেত্রী প্রতিমাসে প্রায় ২ লক্ষ টাকা নেন পারিশ্রমিক হিসাবে।