নিউজসর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে চিটফান্ড কেলেঙ্কারি (Chitfund Scam) সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এক সময় সারদা (Sarada), নারদা (Narada), রোজভ্যালির (Rose Valley) মতো একাধিক সংস্থাকে বিশ্বাস করে টাকা রেখেছিল সাধারন মানুষ। কিন্তু সেই সংস্থা গুলির জন্যই পরবর্তীতে কষ্টার্জিত অর্থ চোখের নিমেষে হাওয়া হয়ে যায় আমজনতার।
যখন রোজভ্যালির চিটফান্ড কান্ড সামনে আসে তখন পশ্চিমবঙ্গের বহু মানুষকে রীতিমত পথে বসতে হয়েছিল। হাজার হাজার মানুষ নিজের কষ্ট করে উপার্জিত লক্ষ লক্ষ টাকা চোখের নিমিষে জলে ডুবে গিয়েছিল। নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা এক নিমেষে খুইয়ে হতাশ হয়েছিলেন অনেকেই। রোজভ্যালির মামলা আদালতে চলছে বহু বছর ধরে। শোনা যাচ্ছে এবার এই রোজভ্যালি মামলায় আমানতকারীরা ফেরত পাবেন তাদের টাকা।
রোজভ্যালি চিটফান্ড স্ক্যাম
2015 সালে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালি কাণ্ডের কর্তা গৌতম কুণ্ডু। গত শুক্রবার তিনি জামিন পেয়েছেন। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন তিনি। তবে তাকে এখন জেলেই থাকতে হবে। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় জামিন পান তিনি। ED-র মামলায় তার জামিন মঞ্জুর করেছে ইডীর বিশেষ আদালত। এই মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি।
আরও পড়ুনঃ টাকার দরকারে নো চিন্তা! ৫০,০০০ টাকার লোন দিচ্ছে সরকার, এভাবে করুন আবেদন
কবে টাকা ফেরত পেতে পারেন Rosevaley -র আমানতকারীরা?
গৌতম কুণ্ডু গ্রেফতারির পর থেকেই রোজভ্যালি গোষ্ঠীর সব সম্পত্তির হিসেব নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ED. কিছু দিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। তথ্য অনুসারে জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে সেই অর্থ ED-র কাছে জমা রয়েছে। এই অর্থ এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের আমানতকারিদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে খুশি আমানতকারীরা। কিন্তু এখন তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ব্যাংক সহ সমস্ত ক্ষেত্রেই যখনই নিজের উপার্জিত টাকা বিনিয়োগ করার কথা ভাববেন তখন বিনিয়োগ করার আগে সব ঠিক মত দেখে শুনে তারপরে বিনিয়োগ করবেন। কারন এই সব জায়গায় বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।