নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে একদিকে সরকারি সংস্থা বিএসএনএল (BSNL)। অন্যদিকে রয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এর মত কোম্পানিগুলি। এই তিন সংস্থাই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে বিগত ৩রা জুলাই থেকে। এতেই ক্ষুদ্ধ আমজনতা। তবে বিএসএনএল কিন্তু এক টাকাও দাম বাড়ায়নি। উল্টে সস্তায় ১৩ মাসের রিচার্জ প্ল্যান এনেছে যেটার ধারে কাছেও নেই কেউ।
প্রতিটা কোম্পানিরই ২৮ দিন থেকে শুরু করে গোটা বছরের প্ল্যান রয়েছে। তবে গোটা বছরের প্ল্যানে রয়েছে একাধিক অপশন, প্রতিদিন ১ জিবি, ২ জিবি কিংবা একটা নির্দিষ্ট ডেটা সহ গোটা বছরের রিচার্জ করানো যায়। তবে সত্যিই কি বিএসএনএল সবচেয়ে সস্তা? চলুন দেখে নেওয়া যাক।
Jio এক বছরের রিচার্জ : দেশের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া নেটওয়ার্ক জল জিও। আপনি যদি জিওতে গোটা বছরের রিচার্জ করতে চান তাহলে নূন্যতম ১৮৯৯ টাকা লাগবে। যেটা আনলিমিটেড কলিং, ৩৬০০ এসএমএস আর মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। আর যদি প্রতিদিন ২.৫ জিবি ইন্টারনেট আনলিমিটেড ৫জি ও বাকি সমস্ত সুবিধা থাকে তাহলে ৩৫৯৯ টাকা খরচ হবে।
Airtel এর এক বছরের রিচার্জ : জিও এর মত এয়ারটেলেরও এক বছরের বেশ কিছু প্ল্যান রয়েছে। যার মধ্যে ১৯৯৯ টাকার রিচার্জে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ও ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। তবে যদি ২.৫ জিবি হাইস্পীড ডেটা প্রতিদিন পেতে চান তাহলে ৩৫৯৯ টাকা খরচ করতে হবে।
আরও পড়ুনঃ অনন্ত-রাধিকার বিয়ের আনন্দে ৩ মাস ফ্রিতে jio রিচার্জ দিচ্ছে ব্যবহারকারীদের?
VI এর এক বছরের রিচার্জ প্ল্যান : আপনি যদি একজন VI গ্রাহক হন ও এক বছরের রিচার্জ করতে চান তাহলে কম করে ১৯৯৯ টাকার রিচার্জ করতে হবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ৩৬০০ এসএমএস ও ২৪জিবি ডেটা পাওয়া যাবে। তবে ডেটা বেশি প্রয়োজন হলে ৩৫৯৯ টাকার রিচার্জ করতে হবে। যাতে আনলিমিটেড কলিং এসএমএস এর পাশাপাশি ৮৫০ জিবি ডেটা পাওয়া যাবে।
BSNL এর ১৩ মাসের রিচার্জ প্ল্যান : এতক্ষণ বাকি কোম্পানির ১২ মাস অর্থাৎ ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান দেখছিলেন। এবার আসা যাক বিএসএনএল এর প্ল্যানে। মাত্র ২৩৯৯ টাকা রিচার্জ করলেই প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং থেকে রোজ ১০০ SMS পাওয়া যাবে। তবে মজার বিষয় যেটা সেটা হল অন্য সমস্ত কোম্পানির থেকে খরচ কমপক্ষে ১০০০ টাকা কম। তবে মনে রাখতে হবে BSNL এই মুহূর্তে গোটা ভারতে 4G পরিষেবা চালু করতে পারেনি।