নিউজশর্ট ডেস্কঃ একটা ভালো চাকরির বিশেষ করে সরকারি চাকরির (Government Job) জন্য হন্যে হয় ঘুরতে হচ্ছে যুবক-যুবতীদের। সামান্য কিছু চাকরির জন্য হাজার তো কখনো লক্ষাধিক আবেদন জমা পড়তে দেখা যাচ্ছে। তবে এবার পূজো আসার আগেই বাংলার বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সম্প্রতি ৬০০০ এরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। কিভাবে আবেদন করবেন? কি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে? বিস্তারিত তথ্য জানানো হল আজকের প্রতিবেদনে।
পদের নাম ও শূন্যপদ
যেমনটা জানা যাচ্ছে মোট ৬৬৫২ গুলি শূন্যপদ রয়েছে। কোনো নির্দিষ্ট একটি পদ নয় একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। যে পদগুলি খালি রয়েছে এগুলি হল নিম্নরুপঃ
- গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক (নির্মাণ সহকারী)
- পঞ্চায়েত সমিতির কেরানি-কাম-টাইপিস্ট
- জেলা পরিষদের নিম্ন বিভাগীয় সহকারী মো
- গ্রাম পঞ্চায়েতের সচিব
- গ্রাম পঞ্চায়েতের সহায়ক (সহকারী)
- পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক
- গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী
- পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর
- জেলা পরিষদের সহকারী
- পঞ্চায়েত সমিতির পিয়ন (অফিস সহায়ক)
- জেলা পরিষদের স্টেনোগ্রাফার (টাইপিস্ট)
- পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার
- জেলা পরিষদ এর সিস্টেম ম্যানেজার
- গ্রাম পঞ্চায়েত কর্মী
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদ ছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে Computer Science এ ডিপ্লোমা করে থাকতে হবে। এছাড়াও অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অধীনস্ত কোনো ইনস্টিটিউট থেকে স্নাতক হলেও আবেদন করা যেতে পারে।
তবে আবেদন করার সময় খেয়াল রাখতে হবে প্রার্থীর নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যেতে পারে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশেই TATA-তে ৩০,০০০ টাকা মাইনের চাকরি! সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন
কিভাবে আবেদন করবেন?
- আপনি যদি রাজ্য সরকারের এই শুনপদগুলির জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট (https://wbprms.in) এ চলে যেতে হবে।
- এরপর সেখানে “Recruitment” সেকশনে গিয়ে নিজের নাম ইমেল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন করলে ইমেল মারফত আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেগুলো দিয়ে লগইন করে নিন।
- লগ ইন করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে। তবে ফিলাপ করে নেওয়ার পর শুরু থেকে একবার চেক করে নেবেন সব ঠিক আছে কি না।
- সব ঠিক থাকলে ফর্ম সাবমিট করে দিন। তবে এই সময় কিছু ডকুমেন্টস যেমন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে পারে।
- ডকুমেন্টস আপলোড হওয়ার পর আবেদন ফি পেমেন্ট করে দিলেই আবেদন পক্রিয়া সম্পন্ন।
নিয়োগ পক্রিয়া
এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেখানে কম্পিউটার সাইন্স থেকে শুরু করে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করার পর স্কিল টেস্ট নেওয়া হবে (টাইপিংয়ের দক্ষতার পরীক্ষা)। তারপর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এ পাশ করলে তবেই নিয়োগ করা হবে।