নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসায় (Star Jalsha) সদ্যই শুরু করেছে এক নতুন ধারাবাহিক “উড়ান” (Udaan)। এই ধারাবাহিকে জীবনের ওঠা-পড়ার মঝে মূল স্রোত থেকে হারিয়ে গিয়ে সবসময় মদের গ্লাসে ডুবে থাকে গল্পের নায়ক মহারাজ। আর অন্যদিকে পূজারিণী দায়িত্বশীল, অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সিরিয়ালে নায়ক হিসাবে দেখা যাচ্ছে প্রতীক সেনকে (Pratik Sen), ও নায়িকা হিসাবে আছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস (Ratnapriya Das)। এই দুই ভিন্ন মেরুর এই মানুষের জীবন কীভাবে এক তারে বাঁধা পড়বে? তাই গল্পের মূল বিষয়। তবে পর্দায় দুই ভিন্ন মেরুর মানুষ হলেও বাস্তবে কেমন তাঁরা?
স্টার জলসায় প্রতিদিন রাত ৮ টায় সম্প্রচারিত হওয়া এই “উড়ান” ধারাবাহিকটি টিআরপির খাতায় জায়গা করে না নিলেও দর্শকদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছেন। এই গল্পের নায়ক মহারাজের চরিত্রে দেখা যাচ্ছে প্রতীক সেনকে। অন্যদিকে তার বিপরীতে পূজারিণীর ভূমিকায় অভিনয় করছেন সদ্য অভিনয় জগতে পা রাখা সুন্দরী রত্নপ্রিয়া। আগে অবশ্য বেশ কিছু মিউজিক ভিডিয়ো ও শর্ট ফিল্মে দেখা মিলেছে তাঁর। প্রশিক্ষিত নৃত্যশিল্পী তিনি। পর্দায় মহারাজ পূজারিণীর ওপর রাগ দেখালেও বাস্তবের চিত্রটা কিন্তু অনেকটাই আলাদা।
অফস্ক্রিন কেমন কেমিস্ট্রি মহারাজ-পূজারিণীর?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন প্রতীক সেন। তিনি বলেন, পূজারিণীর প্রতি আগের থেকে অনেকটাই নরম মনের হয়েছে মহারাজ। আসলে চাপিয়ে দেওয়া হয়েছে সম্পর্কটা। তার ওপর আবার বাবা, ঠাম্মার সঙ্গে ওর সম্পর্কটা এত ভাল, তাই মহারাজ মাঝে মাঝে গলে যাচ্ছে ঠিকই।নানা ধরনের মজার দৃশ্য দেখা যাচ্ছে ধারাবাহিকে, বাস্তবে কতটা এর প্রভাব দেখা যায়? এই প্রশ্নের প্রেক্ষিতে প্রতীক বলেন, “আমি একদমই হাসি না, হাসতে ভাল লাগেনা’।
আরও পড়ুনঃ ‘আন্তরিকতা নেই, আমরা কি গোরু-ছাগল?’ টেলি ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক রত্না ঘোষাল
অন্যদিকে রত্নপ্রিয়ার উত্তর, “আমরা আসলে কাজের সময় খুবই সিরিয়াস থাকি, গল্প ক্রমশই বদলাচ্ছে, তাই সেটা নিয়েই ব্যস্ত থাকতে হয়। দৃশ্য পড়ার পর খুব একটা সময় পাইনা আলাদা করে গল্প করার। কিন্তু সেটে ঠাম্মি মানে তনিমাদি এলে বেশ হাসাহাসি হয়।”
কিছুদিন আগে ধারাবাহিকের গল্পে ঘটনাচক্রে বিয়ে হয়ে যায় ‘মহারাজ’ এবং ‘পূজারিণী’র, যদিও এই ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না ‘পূর্ণিমা’। এই চরিত্রে দেখা যাচ্ছে অঞ্জনা বসুকে। তিনি বলেন, “পূর্ণিমার চরিত্রে আরও কত ধরনের শেড যে দেখা যাবে, সেই অপেক্ষাতেই আমি রয়েছি। এই ধরনের চরিত্র আমি এর আগে তেমনভাবে করিনি। টিআরপি তালিকায় যেভাবে এগিয়ে যাচ্ছে ‘উড়ান’ তাই বেশ আশাবাদী।”