নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। তাছাড়া লোকসভা ভোটে জয়লাভের পর থেকেই একাধিক নতুন প্রকল্প থেকে শুরু করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাছাড়া ভোটের আগেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার অঙ্ক ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ করে দেওয়া হয়েছে। তবে এবার মহিলাদের ক্ষমতায়নে আরও বড় ঘোষণা করল রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী
রাজ্যের মহিলাদের জন্য বহুদিন আগে থেকেই স্বনির্ভর গোষ্ঠী চালু করা হয়েছে। এতে করে কোনো এলাকার নূন্যতম ১০ জন মহিলারা মিলে একটা গোষ্ঠী মত তৈরী করেন। গোষ্ঠীতে যেমন কাজ সেখান হয় তেমনি স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে কম সুদে ঋণও পাওয়া যায়। সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়ে বিশাল ঘোষণা করল রাজ্য। জানা যাচ্ছে নতুন ‘জাগো’ প্রকল্পের দৌলতে ৫০০০ কোটি টাকা দেওয়া হবে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।
যদিও এর অনেক আগে থেকেই স্বনির্ভর গোষ্ঠীতে কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা চালু ছিল। এরফলে গ্রামাঞ্চলে মহিলারা অনেকটাই অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হওয়ার সুযোগ পেয়েছেন। ২০১১-১২ সালে প্রথম গোষ্ঠীতে ঋণ দেওয়ার পক্রিয়া শুরু হয়েছিল। সেবছর ৫৫৩ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছিল। যেটা প্রতিবছর বেড়েই চলেছে, আর ২০১৮-১৯ সালে মোট ঋণের অঙ্ক ৭০০০ কোটি টাকা হয়েছিল।
আরও পড়ুনঃ ১৫ই অগাস্টই চাকা গড়ানো লাস্ট, শেষ ‘টোটো দৌরাত্ম্য’! কড়া সিদ্ধান্ত প্রশাসনের
স্বনির্ভর গোষ্ঠীকে প্রতিমাসে দেওয়া হবে অনুদান
বর্তমানে গোটা রাজ্যে প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। যেমনটা জানা যাচ্ছে এই সমস্ত গোষ্ঠীকে ৫০০০ টাকা করে দেওয়া হবে যাতে মহিলাদের ক্ষমতায়নে আরও কিছুটা সুবিধা হয়। তবে এদিন আরও জানানো হয় যে আগামীদিনে এই প্রকল্পে অনুদানের অর্থ আরও বাড়ানো হবে। যার ফলে গোটা রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা সোজাসুজি লাভবান হতে পারবেন।