নিউজশর্ট ডেস্কঃ আগস্টের শুরু থেকেই এক নাগাড়ে হওয়া বৃষ্টির জেরে জেরবার বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছিল রাস্তাঘাট। উত্তরবঙ্গেও একই অবস্থা চলছে। মাঝে কিছুদিন বৃষ্টির প্রকোপ কমেছিল ঠিকই, তবে এবার আবারও বাড়বে ঝড়-বৃষ্টি এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক ওয়েদার রিপোর্ট।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ ৭ই অগাস্ট দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি ও সর্বোচ্চ ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬% পর্যন্ত হওয়ায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবছর উত্তরবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। এখনও সেই বৃষ্টি কমার খুব একটা স্বভাবনা নেই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার থেকে কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আজেকের মত কাল অর্থাৎ ৮ই অগাস্টও সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার আবহাওয়া কমবেশি একইরকম থাকবে বলে জানা যাচ্ছে। সাথে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় মৌসুমী অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।