নিউজশর্ট ডেস্কঃ বিদেশে গিয়ে চাকরির স্বপ্ন অনেকেই দেখে থাকেন। বাস্তবে খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা নিজের কাজের সূত্রে বিদেশে গিয়ে থাকার সুযোগ পান। আমেরিকা বা ইউরোপের মত দেশে গিয়ে একবার স্থায়ী হয়ে যেতে পারলে একদিকে যেমন জীবনযাপনের মান উন্নত হবে তেমনি টাকাপয়সা নিয়েও চিন্তা থাকবে না। জানলে অবাক হবেন ইউরোপের বেশ কিছু দেশ রয়েছে যেখানে আপনি গিয়ে থাকতে শুরু করতেই পারেন। সেখানে থাকার জায়গা থেকে চাকরির বন্দোবস্ত করে দেবে সরকার। আজকের প্রতিবেদনে এমনই কিছু দেশের সম্পর্কে আপনাদের জানাবো।
প্রথমেই জেনে নিতে হবে কেন এই দেশগুলি অন্য দেশের নাগরিকদের স্বাগত জানাচ্ছে। এর কারণ হল বিগত কিছু বছরে দেশগুলির জনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে। ছোট গ্রাম ছেড়ে বড় বড় শহরে চলে গিয়েছেন অনেকেই। তাই সেখানকার সরকারে অর্থনীতি ও দেশের ব্যালান্স বজায় রাখার জন্য ভারতীদের নিজেদের দেশে এসে থাকা ও কাজ করার সুযোগ দিচ্ছে।
অ্যান্টিকাইথেরা গ্রীস (Antikythera, Greece) : ২০১৯ সালেই অ্যান্টিকাইথেরার এজিয়ান আইল্যান্ড এখানে এসে থাকার জন্য থাকা, কাজের ব্যবস্থার পাশাপাশি টাকা দিতেও প্রস্তুত। ২০১৯ সালে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। কেউ যদি নিজের পরিবার নিয়ে এখানে আসতে চান তাহলে তাকে প্রতিমাসে ৫০০ ইউরো দেওয়া হবে সরকারের তরফ থেকে। একই সাথে থাকার জন্য বাড়ি ও খাবার ও দেওয়া হবে। আবারও সেই প্রকল্প চালু করা হয়েছে তবে এবার শুধুমাত্র গ্রিক ফ্যামিলিদের জন্যই।
লেগ্র্যাড, ক্রোয়েশিয়া (Legrad, Croatia) : উত্তর ক্রোয়েশিয়াতে অবস্থিত এই গ্রামের জনসংখ্যা বিগত কয়েক বছরে অনেকটাই কমে গিয়েছে। সেই কারণে ২০১৮ সালে একটি বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়। যারা ৪৫ বছরের কম বয়সী ও বিবাহিতরা এখানে আসতে পারেন। তবে যে এখানে থাকার জন্য আবেদন করছেন তার নাম অন্য কোনো প্রপার্টি থাকা চলবে না।
আলবাইন, সুইজারল্যান্ড (Albine, Switzerland) : আলবাইন নামক এই গ্রামের জনসংখ্যা ক্রমশ কমেই চলেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সরকার ২৫০০০ ফ্রাঙ্ক প্রতিমাসে দিতে প্রস্তুত এই গ্রামে এসে থাকার জন্য। তবে মুশকিল হল এই গ্রামে কোনো স্কুল, ব্যাঙ্ক, পোস্ট অফিস বা রেস্তোরা নেই। যারা এই গ্রামে আগামী ১০ বছর থাকতে পারবেন ও ২ লক্ষ ফ্রাঙ্ক দিয়ে একটা ঘর কিনতে পারবেন তারাই আসতে পারবে।
পোঙ্গা স্পেন (Ponga, Spain) : বিদেশে গিয়ে থাকাবেন আর তার বদলে সরকার টাকাও তবে, এমনই সুযোগ পাওয়া যাবে এখানে। মাত্র ৬০০ জন পপুলেশনের এই গ্রামে থাকার জয় ২০০০ ইউরো দেবে সরকার। তবে এখানে নূন্যতম ৫ বছরের জন্য থাকতেই হবে।
টাস্কানি, ইতালি (Tascany, Italy) : ইতালির একটি সুন্দর পাহাড়ি গ্রাম টাস্কানি। আপনি যদি পাহাড়ের কোলে থাকার স্বপ্ন দেখেন তাহলে এটা আপনার ড্রিম ডেস্টিনেশন হতে পারে। এই গ্রামের জনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে তাই সরকারের তরফ থেকে এখানে থাকতে রাজি হওয়া লোকেদের জন্য ৩ মিলিয়ন ডলারের ফান্ড তৈরী করা হয়েছে। তাই আপনি যদি টাস্কানির পার্মানেন্ট বাসিন্দা হতে চান আবেদন করতেই পারেন।