নিউজশর্ট ডেস্কঃ অরিজির সিং (Arijit Singh), নামটাই যথেষ্ট বাচ্চা থেকে বড় সকলেই এই মানুষটার ফ্যান। এমন কোনো গান নেই যেটা হিট হয়নি। ভারত তো বটেই আজ গোটা বিশ্বই অরিজিতের গানে মাতোয়ারা। তবে সম্প্রতি এমন এক রেকর্ড করলেন গায়ক যা শুনলে একদিকে যেমন অবাক হবেন তেমনি গর্ব হবে বাঙালি হিসাবে।
সংগীতের জগতের সর্বোচ্চ পুরস্কারের মধ্যে অন্যতম গ্র্যামি। বিদেশী গায়িকা টেলর সুইফ ১৪টি গ্র্যামি পেয়েছেন। তবে এবার অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তার কাছে হেরে গেলেন এই পপ গায়িকাও। হ্যাঁ ঠিকই দেখছেন, লক্ষ কোটি টাকার মালকিন হলেও অরিজিৎকে টেক্কা দিতে ব্যর্থ হলেন গায়িকা।
আসলে গোটা বিশ্বের মানুষ গান শোনার জন্য স্পটিফাই (Spotify) অ্যাপটি ব্যবহার করে থাকেন। নিজের পছন্দের গায়ক বা গায়িকাকে ফলো করে তার গান শোনা যায় এই অ্যাপে। জানলে অবাক হবেন টেলর সুইফটকে ফলোয়ারের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন অরিজিৎ সিং। এই মুহূর্তে যেখানে টেলর সুইফটকে ফলো করছেন ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন সেখানে অরিজিতের ফলোয়ারের সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন।
অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় লক্ষাধিক বেশি ফলোয়ার রয়েছে অরিজিৎ সিংয়ের। আজ থেকে ৬মাস আগেই অরিজিৎকে হারিয়ে স্পটিফাইয়ের টপ সাবস্ক্রাইবড সিঙ্গার হয়েছিলেন টেলর, কিন্তু সেটা খুব বেশি দিন টিকল না। এই তালিকাতে রয়েছে আরও একাধিক শিল্পীরা। যাদের মধ্যে তৃতীয় স্থানে আছেন এড শেরিন, চতুর্থ স্থানে অ্যারিয়ানা গ্রান্ডে ও পঞ্চম স্থানে রয়েছেন বিলি আইলিশ।
আরও পড়ুনঃ ‘সব মিথ্যে, সাজানো…’ রিয়েলিটি শোয়ের নোংরামি নিয়ে বিস্ফোরক সুনিধি চৌহান
প্রসঙ্গত, বিশ্বজোড়া খ্যাতি হওয়ার পরেও একেবারে মাটির মানুষ অরিজিৎ সিং। অগাস্ট মাসেই কনসার্ট করার কথা ছিল তাঁর। তবে শারীরিক অসুস্থতার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। তাই শ্রোতাদের থেকে এসময় চেয়ে নিয়ে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। পোস্টটি ভাইরাল হতেই ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রিয় গায়কের। আশা করা যাচ্ছে শীঘ্রই শোয়ের নতুন তারিখ ঘোষণা করবেন তিনি।