নিউজশর্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employee) মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন করে চলেছেন। অবশেষে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করা হয়, সেইমত অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা। কিন্তু টাকা পাওয়ার পরে তৈরী হয়েছে নতুন সমস্যা। তাই অবিলম্বে ভুল শুধরে নেওয়ার দাবি জানাচ্ছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
আসলে জুলাই মাসের মাইনের সাথে একমাসের বকেয়া দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মুশকিল হল সেটা পে স্লিপে মহার্ঘ্য ভাতা হিসাবে দেখানো হয়নি। বরং ওই টাকাটা ‘ইন্টেরিম রিলিফ’ নামে দেখানো হয়েছে। যেটা এখন সমস্যা না করলেও পরবর্তীকালে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজ্য সরকারের কর্মচারীরা।
এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জানান, জুলাই মাসের বেতনের সাথে এপ্রিল মাসের বাকি থাকা ৪% ডিএ দেওয়া হয়েছে। কিন্তু যখন পে স্লিপ ডাউনলোড করা হচ্ছে তখন তাতে DA Arrer এর বদলে IR অর্থাৎ ইন্টেরিম রিলিফ হিসাবে দেখানো হয়েছে। বার্ষিক স্টেটমেন্টেও IR হিসাবেই দেখা যাচ্ছে। তাই শিক্ষা দফতরের কাছে দ্রুত এই ভুল সংশোধন করা উচিত। নাহলে বহু ক্ষেত্রে পে স্লিপ ব্যবহৃত হয় সেখানে সমস্যা দেখা দেবে।
প্রসঙ্গত, এবছর মে মাসেই কর্মীদের ৪% ডিএ বাড়ানোর কথা জানানো হয়েছিল পর্শ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়। সেই মত এপ্রিল মাস থেকেই ডিএ কার্যকর হওয়ার কথা ছিল। যেটা জুলাই মাসের বেতনের সাথে পাঠানো হয়েছিল। কিন্তু তাতেও সমস্যা দেখা দেওয়ায় রীতিমত ক্ষুদ্ধ রাজ্য সরকারের কর্মীরা।
আরও পড়ুনঃ শিক্ষকের অভাবে বন্ধ হতে পারে স্কুল! শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
অন্যদিকে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের হিসাবে ১৪% হারে DA পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা। কিন্তু সূত্রমতে আগামী মাসেই নতুন করে DA বৃদ্ধির কথা ষোঘণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ফলে আবারও কেন্দ্র ও রাজ্যের DA এর মধ্যে পার্থক্য থেকেই যাবে বলে মনে করা হচ্ছে।