West Bengal Government reduce penalty for violating air pollution norms

গাড়ির কাগজ না থাকলেও নো চিন্তা! কমল জরিমানা, সুখবর শোনাল রাজ্য সরকার

নিউজশর্ট ডেস্কঃ যারা গাড়ি চালান তারা জানেন রাস্তায় বেরোলে একাধিক কাগজ সাথে রাখতে হয়। এর মধ্যে কিছু কাগজ সময় মত রিনিউ করাতে হয় নাহলে ধরা পড়লেই মোটা ফাইন গুনতে হয় সাধারণ মানুষকে। কিন্তু এবার সেই আর সি সমস্যা থাকছে না! পুজোর আগেই এমন একটা সুখবর মিলল পশ্চিমবঙ্গ সরকরের পক্ষ থেকে।

পুজোর আগেই ৫ গুণ কমল ট্রাফিক ফাইন

ট্রাফিক আইন অনুযায়ী যে কাগজ এক্সপায়ার করলে এতদিন ১০,০০০ টাকার ফাইন গুনতে হত সেটা এবার কমিয়ে মাত্র ২০০০ করে দেওয়া হল। হ্যাঁ ঠিকই দেখছেন এক ধাক্কায় ৫ গুণ কমে গিয়েছে ফাইন। কিন্তু কোন কাগজ না থাকলেও এবার কম ফাইন লাগবে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

দু চাকা হোক বা চার চাকার গাড়ি সবেতেই দূষণের কাগজ লাগে। চলতি ভাষায় পলিউশন সার্ফিটিকেট বা PUC বলেই জানেন সকলে। এটা না থাকলে বা এক্সপায়ার হয়ে গেল এতদিন মোটা টাকা ফাইন ভরতে হত গাড়ির মালিককে। তবে এবার সেই বোঝা অনেকটাই কমে গেল। পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের এই সিদ্ধান্তে দারুণ খুশি গাড়ি মালিকেরা।

বেসরকারি সংগঠনের সাথে বৈঠকে পরিবহনমন্ত্রী

সম্প্রতি বেসরকারি পরিবহন সংগঠনগুলির সাথেও মিটিংয়ে বসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। এরপর জানা যাচ্ছ, এতদিন দূষণের পক্ষের সময় যদি কোনো গাড়ি ফেল করত তাহলে তাঁর মালিককে অন্য সেন্টার থেকে OK সার্টিফিকেট দেখানোর জন্য ৭ দিনের চিঠি পাঠানো হত। সেটাও যদি না হয় তাহলে ১০ হাজার টাকার জরিমানা করা হত। কিন্তু এদিন মিটিংয়ে মহারাষ্ট্র সহ আরও অন্যান্য রাজ্যের ফাইনের কথা ওঠার পর সেটা কমিয়ে ২০০০ করে দেওয়ার আবেদন জানানো হয়। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি বাস মালিকরা।

আরও পড়ুনঃ বুকিং করলেও মিলছে না সিলিন্ডার! আচমকাই কলকাতায় গ্যাসের আকাল, এতদিনে ফাঁস হল কারণ

ফাইন কমতেই খুশি বাস মালিকেরা

এই প্রসঙ্গে সিটি সবার্বান বাস সার্ভিসের এক ব্যক্তি জানান, পরিবহ দফতর শুরু থেকেই আমাদের দাবি নিয়ে সনাহাভুতিশীল ও রাজ্যের অর্থ দফতরে এই ফাইন কোমর প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। অনুমোদন পাওয়ার ফলে জরিমানা কমে গিয়েছে। আসলে দূষণের পরীক্ষার মেশিনের প্রযুক্তিগত পার্থক্যের কারণেই সার্ফিটিকেট পেতে সমস্যা হচ্ছিল। তবে এবার সেই সমস্যার সমাধান হল।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X