নিউজশর্ট ডেস্কঃ মেঘ ও সুর্বদেবতার লুকোচুরি খেলার মাঝে বৃষ্টি অব্যাহত রয়েছে উত্তর থেকে দক্ষিণে। এরই মাঝে নতুন করে ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের তৈরির সম্ভাবনা জোরালো হচ্ছে। এসবের জেরেই আবারও বাড়ছে বৃষ্টি। জানা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন অতিভারী বৃষ্টি হবে গোটা বাংলার বেশ কিছু জেলায়। কোথায় কোথায় বাড়বে বর্ষার প্রকোপ? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সাথে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩% থেকে শুরু করে প্রায় ৯৫% পর্যন্ত থাকবে যার জেরে অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের থেকে পাওয়া শেষ রিপোর্ট অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তাছাড়া ঘূর্ণাবর্তের জেরে নিমচাপ তৈরির আশঙ্কা তৈরী হওয়ায় গাঙ্গেয় উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরেও বৃষ্টির পরিমাণ কমার নাম নেই। আজ শুক্রবারেও কালিম্পঙ ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। একইসাথে মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কবে পরিস্থিতির উন্নতি হবে এখন সেই দিকেই তাকিয়ে উত্তরবঙ্গের বাসিন্দারা।
আগামীকালের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টা কলকাতায় বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। তবে রবিবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভনা থাকছে। একইভাবে উত্তরেও একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। অতি বৃষ্টির জেরে উত্তরে হড়পা বান থেকে ভূমি ধসের আশঙ্কা রয়েছে বলে আগেই সতর্কতা জারি করা হয়েছে।