নিউজশর্ট ডেস্কঃ বিগত একমাস ধরে বৃষ্টি (Rain) হয়েই চলেছে। মাঝে এক বা দুদিন কমলেও তারপরেই ফের চালু হয়েছে বর্ষা। আর এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হওয়া নিম্নচাপের জেরে আবারও তৈরী হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় জারি হল সতর্কতা? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের দেওয়া ওয়েদার আপডেট।
আজকের আবহাওয়া
গতকাল অর্থাৎ রবিবারেই প্রায় ৫৯.৫ মিলি বৃষ্টি হয়েছে মিলি। নিম্নচাপের জেরে আজ বৃষ্টি বাড়বে, সাথে বজ্রপাত হবে বলেই জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি থাকবে। তবে যেটা সমস্যা সেটা হল বাতাসের জলীয় বাষ্পের হার ৭৮% থেকে ৯৭% পর্যন্ত থাকবে যার কারণে আর্দ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
যেমনটা আগেই জানিয়েছি কলকাতায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে সমগ্র কলকাতা জুড়ে নয় কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। মূলত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের জেলাগুলির মত উত্তরেও একাধিক জেলায় অতিবৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়েছে। আজও দার্জিলিং, কালিম্পঙ আর আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলাটিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে বৃষ্টির জেরে রাস্তার হাল খারাপ থাকতে পারে, ও ভূমি ধস পর্যন্ত নামতে পারে বলে আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
আজকের মত কালকেও আবহাওয়ার রূপ একইরকম থাকবে। অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় পরিস্থিতি আজকের মতোই থাকবে বলে জানা যাচ্ছে।