Oasis Scholarship Online Application process started see how to apply online

পাশ করলেই মিলবে ৫০০০ টাকা, শুরু হল রাজ্য সরকারের স্কলারশিপে অনলাইন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের শিক্ষার্থীদের জন্য একাধিক প্রকল্প শুরু করা হয়েছে। এর মধ্যে রয়েছে এবস কিছু স্কলারশিপ, যা প্রতিবছর আর্থিক সাহায্য করে ছাত্র ছাত্রীদের। এমনই একই বৃত্তি হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। সম্প্রতি ওয়েসিস সচলারশীপের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন পক্রিয়া শুরু হয়েছে। কিভাবে ও কোথায় আবেদন করতে হবে? সবটা জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নাও।

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)

রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ ও উন্নয়ন দফতরের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। যেটা প্রতিবছর যোগ্য পড়ুয়াদের ৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে। ইতিমধ্যেই আবেদন পক্রিয়া শুরু হয়েছে। কারা এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য? ও কিভাবে আবেদন কর্র্বেন সবটা দেখে নিন।

কারা আবেদন করতে পারবে ওয়েসিস স্কলারশিপে?

  • রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা অর্থাৎ SC,ST ও OBC সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য কোনো নির্দিষ্ট নাম্বার পেতে লাগবে না। আবেদন করলেই হবে।
  • যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের অবশ্যই শেষ পরীক্ষায় পাশ করে নতুন ক্লাসে ভর্তি হতেই হবে।

কিভাবে আবেদন করতে হবে?

বর্তমানে অনলাইনে সরাসরি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। এর জন্য কি কি করতে হবে তা নিচে জানানো হলঃ

  • প্রথমেই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • সেখানে গিয়ে ‘Students Cornar’ এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর নিজের স্কুলের জেলা সিলেক্ট করতে হবে তারপর পপ আপ মেসেজ আসবে যেখানে কি কি করতে হবে তা সম্পূর্ণ লেখা থাকবে।
  • শুরুতেই আবেদনকারীকে নিজের কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন করতে হবে। এরপর নাম, জন্মতারিখ, আধার নাম্বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্য দিতে হবে। (ব্যাঙ্ক অ্যাকাউন্টার সাথে আধার লিঙ্ক থাকতে হবে।)
  • সমস্ত তথ্য দিয়ে সাবমিট করেই অভিভাবকের নাম সহ বাকি ডিটেলস পূরণ করতে হবে। শেষে পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র, মোবাইল নাম্বার সহ নিজের স্কুলের নাম দিতে হবে।
  • এরপর শেষ পরীক্ষার তথ্য দিয়ে পাসওয়ার্ড সেট করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ও অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করা যাবে।
  • এরপর লগইন করে বাকি ডিটেলস পূরণ করে “Verify and Lock Application” এ ক্লিক করলে মোবাইলে OTP আসবে সেটা দিয়ে ফর্ম সাবমিট করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
  • এবার অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে সেটা নিজের স্কুল বা BDO অফিসে জমা করতে হবে।

আরও পড়ুনঃ পুজোর আগেই ফের বাড়বে লক্ষীর ভান্ডারের টাকা! কত ঢুকবে অ্যাকাউন্টে? খবর শুনেই খুশি মহিলারা

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট

  • নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণ (ফি পেমেন্টের রশিদ)
  • জাতিগত শংসাপত্র
  • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের রেজাল্ট (যদি প্রযোজ্য হয়)
  • শেষ পরীক্ষার রেজাল্ট
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক করা
  • কালার ফটো ও ফোন নাম্বার

আবেদনের অফিসিয়াল লিঙ্ক : ওয়েসিস স্কলারশিপে আবেদনের লিঙ্ক 

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X