নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে নিজের গন্তব্যে পৌঁছে দিচ্ছে ভারতীয় রেল। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে গেলেও সবথেকে কম খরচ রেলপথেই। আর এবার যাত্রীদের উদ্দেশ্যে বিরাট সুখবর দিল ভারতীয় রেল। সম্প্রতি যে ষোঘণা করা হয়েছে তা শুনে রীতিমত খুশি দূরপাল্লা ট্রেনের যাত্রীরা। কি সেই ঘোষণা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
রাখীতে বিরাট ঘোষণা ভারতীয় রেলের
যদি ভারতের শুরু ও শেষ প্রান্ত কোনটা জিজ্ঞাসা করা হয় তাহলে উত্তর মিলবে কাশ্মীর ও কন্যাকুমারী। এবার এই দুটি প্রান্ত জুড়ে যেতে চলেছে রেল পথের মাধ্যমে। অর্থাৎ কাশ্মীর থেকে এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাব কন্যাকুমারী। হ্যাঁ ঠিকই দেখছেন চালু হতে চলেছে কাশ্মীর টু কন্যাকুমারীর ট্রেন। তবে এটা এখনই শুরু হচ্ছে না, পরিষেবা পেতে আরও মাস দুয়েকের বেশি সুমি লাগতে পারে।
ইতিমধ্যেই কাটরা থেকে রিয়াসি পর্যন্ত নতুন রেলপথের কাজ চলছে জোরকদমে। তবে ৩২০৯ মিটার টানেল (টি-৩৩) এর কাজ শেষ হওয়া এখনও বাকি আছে। আশা করা হচ্ছে সেটা আসন্ন দীপাবলির আগে সম্পূর্ণ হয়ে যাবে। তাহলেই নতুন লাইন চালু হবে ও কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ট্রেন চলতে পারবে।
আরও পড়ুনঃ টাকার দরকার? মাত্র ৫ মিনিটেই ৫০ লক্ষ পর্যন্ত লোন দিচ্ছে এই ৩ মোবাইল অ্যাপ
প্রসঙ্গত, ইতিমধ্যেই উধমপুর-শ্রীনগর-বারামুল্লা ২৭২ কিমির রেলপথ চালু হয়ে গিয়েছে। বিগত ফেব্রুয়ারি মাস থেকেই সেখানে ট্রেন চলাচল শুরু হয়েছে। এরপর সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত লাইনের কাজও প্রায় শেষের পথে। তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই কাজ সম্পন্ন হবে ও তারপর রেলপথে যুক্ত হয়ে যাবে কাশ্মীর ও কন্যাকুমারী।