নিউজশর্ট ডেস্কঃ এ যেন কমার নামই নিচ্ছে না বৃষ্টি। এবছর দেরিতে বর্ষা শুরু হলেও সুদে আসলে সবটা চুকিয়ে দিচ্ছে বলা যেতেই পারে। কারণ একনাগাড়ে বৃষ্টি হওয়ার পর মাঝে কদিন কম থাকার পর আবারও শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হওয়া নিম্নচাপের জেরেই এই বর্ষণ হচ্ছে। আগামী আরও ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনই বৃষ্টি চলবে বলে জানাল আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। ৫৫ থেকে ৬০ কিমি বেগে চলবে ঝোড়ো হওয়া। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রি ও সর্বনিম্ন হবে ২৭ ডিগ্রি। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৬% হওয়ার জেরে আদ্রতা জনিত অস্বস্তি থেকেই যাবে। বাকি গোটা শহরেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের জেরে এই গোটা সপ্তাহটাই মাঝারি থেকে ভারী বৃষ্টিরপাত চলবে গোটা দক্ষিণবঙ্গে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাববা আছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। একইসাথে কলকাতা, হুগলি, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও নদিয়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিরই সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরের একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। মূলত জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। তবে বাকি জেলাতেও মাঝারি বর্সিতিপাত হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছে এই গোটা সপ্তাহটাই আবহাওয়া কমবেশি একই থাকবে। গাঙ্গেয় উপলকুলে যে নিম্নচাপ তৈরী হয়েছিল সেটি আরও শক্তিশালী হচ্ছে যার জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষার প্রকোপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।