নিউজশর্ট ডেস্কঃ সাত সকালে টলিপাড়ার থেকে এমন একটা খবর এল যা শুনে হতবাক নেটপাড়া। সোমবার রাতেই নাকি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের (Samrat Mukherjee) গাড়ি। শুটিং সেরে বাড়ি ফেরার সময়েই নাকি এক বাইকের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হয়েছে, অভিনেতার তেমন কোনো ক্ষতি হয়নি। তবে বাইক আরোহীর চোট লাগে ও তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
এতো গেল আসল ঘটনা, এরপর খবর ছড়িয়ে পরে অভিনেতার গাড়ি থেকে নাকি পাওয়া গিয়েছিল মদের বোতল। তাই দুর্ঘটনার পর গ্রেফতার হয়েছেন তিনি। রটে যাওয়ার কাহিনীর সত্যতা জানতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল সম্রাট মুখোপাধ্যায়ের সাথে। সবটা শুনে হেসেই ফেলেন তিনি।
শুটিংয়ের কিছু আগেই ফোন তুলেছিলেন অভিনেতা। সেই সময় তিনি জানান, কিছু যা জিজ্ঞাসা করেন নিজেদের মন গড়া কাহিনী রটিয়ে বেড়াচ্ছে সকলে। আসলে তেমন বড় কিছু ঘটেনি, আমার গাড়িটা থানায় জমা আছে। রাতে শুটিং সেরে টালিগঞ্জ থেকে বেহালা দিকে যাওয়র সময় একটি বাইক আমার গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। খুব যে স্পীডে গাড়ি চলছিল তেমন নয়, তবে গাড়িটাই ধাক্কা লাগার ফলে ছেলেটা আঘাত পেয়েছে। তাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এতে আমার গাড়িরও ক্ষতি হয়েছে। তবে গ্রেফতার হওয়ার যে খবর ছড়িয়েছে সেটা সম্পূর্ণ ভুল।
এরপর গাড়ি থেকে মদের বোতল পাওয়া গিয়েছে এই বিষয়েও জানতে চাওয়া হয় তাকে। তখন অভিনেতা জানান, শুটিংয়ের শেষে বাড়ি ফিরছিলাম। গাড়িতে অনেক সময় শুটিংয়ের জিনিসপত্র থেকে যায়। সে সব কিছু দেখেই হয়তো কেউ কিছু ধারণা করেছে। এর থেকে বেশি কিছুই না। তাছাড়া এই দুর্ঘটনার জেরে শরীরে কোনো ক্ষতি হয়নি বলেই জানাচ্ছেন সম্রাট। এমনকি যে ছেলেটির বাইকের সাথে ধাক্কা লেগেছে সেও কোনো ক্ষতিপূরণের দাবি করেনি বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ ‘পুরুষদেরও একটু লজ্জা হওয়া উচিত’! আরজি কর প্রসঙ্গে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়
প্রসঙ্গত, এর আগেও টলি অভিনেতার গাড়ি দুর্ঘটনার খবর মিলেছিল। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি অ্যাকসিডেন্টে প্রাণ হারান মডেল অভিনেত্রীর সনিকা সিংহ চৌহান। সেই সময় অভিনেতা মদ্যপান করে গাড়ি চালানোর কথা স্বীকার করে ও গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীকালে একাধিক ধারায় মামলা হয়েছিল তার নামে।