নিউজশর্ট ডেস্কঃ বাংলায় এবছর ভালোই খেল দেখাচ্ছে বর্ষা। কখনো ঘূর্ণাবর্ত তো কখনো নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। প্রতিদিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে একাধিক জেলায়। যার জেরে একদিকে যেমন প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা তেমনি ব্যাহত হয়েছে জনজীবন। কিন্তু এখনও থামার নাম নেই। বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে যার জেরে আজও ভিজবে বাংলা। কোথায় কোথায় হবে বৃষ্টি? দেখে নিন আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার আকাশ মেঘাছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা শহরে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশেই থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৮৪% থেকে ৯৫% হওয়ার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।এছাড়াও বলে রাখা ভালো বিগত ২৪ ঘন্টায় ১৫ মিলি বৃষ্টি হয়েছে কলকাতায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপ শক্তি শালী হওয়ায় বর্ষা এখনই বিদায় নিচ্ছে না। বরং আজও দক্ষিণের ৭ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। যার মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও নদীয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই সমস্ত জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের পরিস্থিতিও দক্ষিণের মতই। এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার ও মালদা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এই সপ্তাহে এমনি আবহাওয়া জারি থাকবে বলে মনে করা হচ্ছে। একইসাথে রাস্তায় জল জমা ও ভূমি ধসের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
আগামীকালও কলকাতর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে গোটা শহরে না হলেও বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আসন্ন বৃহস্পতিবারে। একইভাবে উত্তরেও বৃষ্টির খেলা চালু থাকবে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।