নিউজশর্ট ডেস্কঃ কখনো মৌসুমী অক্ষরেখা তো এখন ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের জেরে বর্ষা বিদায় নেওয়ার নামই নিচ্ছে না। উল্টে নতুন করে দুর্যোগের পূর্বাভাস মিলছে আলিপুর আবহাওয়া দফতর। রিপোর্ট বলছে দক্ষিণে যে নিম্নচাপ তৈরী হয়েছিল তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে যেতে পারে। তবে বৃষ্টি থেকে রেহাই নেই আজও একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কোথায় কোথায় হবে অতি বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক ওয়েদার রিপোর্ট।
আজকের আবহাওয়া
গতকালই কলকাতা সহ আশপাশের জেলায় ঝেঁপে এসেছিল বৃষ্টি। আজও মেঘে ঢাকা থাকবে আকাশ। দুপুর অবধি বৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে কমে যেতে পারে। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। তবে দিনেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৮০ থেকেই ৯৭ শতাংশ হওয়ার কারণে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপ আজ বজায় রয়েছে যার জেরে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির। একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্যও মানা করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরে কেমন থাকবে আজকের আবহাওয়া? আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার জেরে বিঘ্নিত হবে পাহাড়ি এলাকার যাতায়াত ব্যবস্থা। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির চান্স আছে।
আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা জারি ঠেকছে দক্ষিণের জেলাগুলিতে। তবে বুধবারের পর নিম্ন্চাপ ঝাড়খণ্ডের দিকে চলে গেলে আবহাওয়ার উন্নতি হতে পারে। আবহাওয়া অফিসের মতে বুধবার থেকে শুক্রবারের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।