নিউজশর্ট ডেস্কঃ ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস হলেও বৃষ্টিতে ভিজছে বাংলা। বঙ্গোপসাগরে তৈরির হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, এমনি চলছেও। বঙ্গবাসীর মনে তাই সবার আগে আসছে কবে থামবে বৃষ্টি? এই প্রশ্ন। মাঝে শুক্র ও শনিবার অবশ্য কিছুটা কমেছিল বৃষ্টি। কিন্তু ফের বর্ষার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথায় কোথায় বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কিছু সময়ের জন্য মেঘলা হতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এর আশেপাশে থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কমতেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৭৫ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছে যাবে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে সারাদিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবারে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান এমনকি নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পরে। তবে হাওড়া হুগলি সহ একাধিক জেলায় আদ্রতা বেশি হওয়ার জেরে
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার থেকে কোচবিহার জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। একইসাথে রয়েছে বজ্রবিদ্যুতপাতের পূর্বাভাস। এছাড়া বাকি উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অৰ্থাৎ সোমবারও দক্ষিণের বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে। বুধবারের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে। উত্তরের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী বুধ বা বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।