নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে সোনা শুধুমাত্র নারীদের অলংকার নয়। অমূল্য সম্পদ বা ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসাবে কাজে লাগে সোনা। তাই সারাবছরই কম বেশি সোনার কেনাবেচা চলতেই থাকে। বিশেষ করে যদি কোনো কারণে সোনার দাম (Gold Price) কমে যায় তাহলে তো আর কথাই নেই। সোণৰ দোকানে ভিড় লেগে যায়। যেমনটা হয়েছিল এবছর বাজেট ঘোষণার পর। অগাস্ট মাসেও একাধিকবার কমেছে সোনার দাম। তাই আজ মাসের পয়লা তারিখে কিছু সোনা কেনার কথা ভাবতেই পারেন। তার আগে জানতে হবে আজ কত দাম চলছে ২২ ও ২৪ ক্যারেট সোনার।
আজ কলকাতায় সোনার দাম
আপনি যদি আজ সোনা কিনতে চান তাহলে কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার জন্য খরচ করতে হবে ৬৬৯৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য খরচ হবে ৬৬ হাজার ৯৫০ টাকা। গতকালের তুলনায় আজ দামের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে যদি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতিগ্রামের দাম পড়বে ৭৩০৪ টাকা। অর্থ্যাৎ ১ ভরী বা ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে ৭৩ হাজার ০৪০ টাকা লাগবে। এক্ষেত্রেও দামের কোনো পরিবর্তন করা হয়নি।
তবে যদি আপনি সস্তায় সোনা কিনতে চান তাহলে আপাকে ১৮ ক্যারেট গহনা সোনা কিনতে হবে। সেক্ষেত্রে ১ গ্রামের জন্য দাম দিতে হবে ৫৪৭৮ টাকা। এই অনুযায়ী দশ গ্রাম ১৮ ক্যারেট সোনার জন্য ৫৪ হাজার ৭৮০ টাকা খরচ হবে। আজ সোনার দাম অপরিবর্তিত থাকায় কালকের দামেই সোনা কেনা যাবে। তাই চাইলে আজ ছুটির দিনে কিছু সোনা কিনে আনতেই পারেন।
আরও পড়ুনঃ বেকারদের জন্য সুখবর! পুজোর আগেই ডেটা এন্ট্রি অপারেটর নিচ্ছে সরকার, দেখুন আবেনদের পদ্ধতি
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর যে ধাতুর গয়না সবচেয়ে বেশি চলে ও মূল্যবান ধাতু সেটা হল রুপা। একসময় খুব অল্প দামে পাওয়া গেলেও সোনার দাম অত্যাধিক বেড়ে যাওয়ার পর অনেকেই রুপার গয়না করতে শুরু করছেন যার জেরে রুপার দামও বেড়েই চলেছে। আজ যদি কলকাতায় ১০০ গ্রাম রুপা কিনতে চান তাহলে আপনাকে ৮৭০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১ কেজি রুপার দাম চলছে ৮৭,০০০ টাকা।