নিউজশর্ট ডেস্কঃ আগস্টে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার পর অবেশে রোদের দেখা মিলেছে। অতি বৃষ্টির জেরে কোথাও জল জমেছিল তো পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা দেখা দিচ্ছিল। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ সরে যেতেই কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে বর্ষা কমতেই ফের সরু হয়েছে প্যাচপ্যাচে গরম। যদিও আগামী বৃহস্পতিবার থেকেই আবারও বদলাতে পারে আবহাওয়া, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।
আজকের আবহাওয়া
দক্ষিণের আজ কলকাতার আকাশ বেশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টি নেই বললেই চলে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে ভাদ্র মাসের গরমের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত থাকবে। এর জেরে প্যাচপ্যাচে ঘাম আর আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের কোনো জেলাতেই সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস মেলেনি। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার চান্স আছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ সোমবার উত্তরের ৫ জেলায় মাঝারি বৃষ্টি ও সাথে বজ্রবিদ্যুৎপাতের সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার এই ৫ জেলাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণের কোনো রাজ্যেই অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতেই পারে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। তবে আগামী কয়েকদিন কিন্তু বিদ্যুৎপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলিতে।