নিউজশর্ট ডেস্কঃ এক নাগাড়ে হওয়া বৃষ্টির থেকে কিছুদিন হল মুক্তি মিলেছিল। আকাশে রোদের দেখা যেমন মিলেছিল তেমনি ভাদ্রের গরমে হাঁসফাঁস করতে শুরু করেছিল বঙ্গবাসী। তবে এবার ফের দুর্যোগের খবর মিলল। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যার জেরে আবারও বর্ষা ফিরতে পারে দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে। এদিকে আজও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথায় কোথায়? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে। তবে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ শতাংশটি হেকে ৯০ শতাংশ পর্যন্ত থাকতে পারে। যার জেরে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরির হওয়া নিম্নচাপের জেরে ফের বৃষ্টির আশঙ্কা তৈরী হয়েছে। বিশেষজ্ঞদের মতে ৫ই সেপ্টেম্বর থেকে আবারও ঝমঝমিয়ে নামতে পারে বর্ষা। তবে আজ অর্থাৎ বুধবার দক্ষিণের কলকাতা সহ, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নাদিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতরে। বাকি জেলায় তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সাথে বজ্রবিদ্যুৎপাতও হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকালও কমবেশ আবহাওয়া একইরকম থাকবে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। উল্টে যদি নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া শুধুমাত্র বৃষ্টি নয়, সাথে বজ্রবিদ্যুৎ পাতের সম্ভাবনাও থাকছে প্রবল। এদিকে উত্তরে বৃষ্টি কিছুটা কমলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছেই।