নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে যে হরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্ত গরিব বাঙালিদের। আগে ৫০০ টাকায় যেখানে ব্যাগ ভর্তি বাজার পাওয়া যেত এখন হাফ হবে কি না সন্দেহ। তাছাড়া বর্ষার সময় ইলিশ খাওয়ার শখ থাকে অনেকেরই কিন্তু দাম বেশ হওয়ায় তা আর খাওয়া হয়ে ওঠে না। তবে এবার আর চিন্তা নেই, কারণ রাজ্যবাসীকে সস্তায় ইলিশ খাওয়াতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যবাসীকে সস্তায় ইলিশ খাওয়াতে বড় উদ্যোগ সরকারের
ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বাঙালির বিভিন্ন জায়গায় সরকারি সবজির দোকান বা সুফল বাংলা স্টল খোলা হয়েছে। সেখানে ন্যায্য দামে আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহৃত সবজি পাওয়া যায়। এবার যান যাচ্ছে একই ধাঁচে সুফল বাংলা মৎস কেন্দ্র খুলতে চলেছে রাজ্য সরকার। যেখানে আর পাঁচটা মাছের পাশাপাশি মিলবে ইলিশ, পাবদা থেকে চিংড়ি। বলার অপেক্ষা রাখে না বাজারের থেকে কম দামেই মাছ কিনতে পারা যাবে এখান থেকে।
শীঘ্রই চালু হবে সুফল বাংলা মৎস কেন্দ্র
সম্প্রতি রাজ্যের মৎস মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এই ঘোষণার কথা জানান। তাঁর মতে, দুর্গাপুজোর আগেই এমন আউটলেট খোলা হবে। আসলে সাধারণ মানুষের জন্যই সরকারের তরফ থেকে ন্যায্য মূল্যে সবজি কেনাকাটার জন্য সুফল বাংলা স্টল খোলা হয়েছিল। এরপর হরিণঘাটা আউটলেট খোলা হয় মাংসের জন্য। এছাড়া দুধের জন্য রৌয়েছে বাংলার ডেয়ারি। তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নামকরণ করেছেন এই সুফল বাংলা মৎস কেন্দ্র, যেখান কম দামে মাছ কিনতে পারবেন সকলে।
তবে কম দাম হলেও মাছের গুণমান কিন্তু একেবারে সেরা থাকবে বলে জানানো হয়েছে। মাছ বিক্রির আগে সেটার গুণমান যাচাই করা যে। তবে বাজারের তুলনায় ঠিক কতটা সস্তায় মাছ পাওয়া যাবে সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। নতুন মৎস কেন্দ্র চালু হলেই সেটা জানা যাবে।
আরও পড়ুনঃ একেই বলে পোয়া বারো! পুজোর আগে ফের কমল সোনার দাম, দেখুন আজকে কলকাতায় সোনা-রুপার রেট
কোথায় কোথায় খুলবে দোকান?
এখন নিশ্চই সকলে ভাবতে শুরু করেছেন কোথায় এই দোকান খোলা হবে? উত্তরে জানা যাচ্ছে মোট ৩৪টি জায়গায় সুফল বাংলার মাছের দোকান চালু করা হবে। যার মধ্যে ১৪ টি সুফল বাংলা স্টলের সাথেই চালু করা হবে। বাকি ২০ টি শুরু হবে নতুন জায়গায়।