নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে প্রায় দিনই শোনা যায় জমি সংক্রান্ত ঝামেলার কথা। লোকাল আদালত হোক বা হাই কোর্ট জমি নিয়ে সমস্যার অন্ত নেই। কখনও জানা যায় মালিকের অজান্তেই বিক্রি করা হয়েছে জায়গা তো কখনো দেখা যায় নকল কাগজ দেখিয়ে টাকা নিয়ে বেপাত্তা। এমনকি জমি ট্রান্সফারের ক্ষেত্রেও একাধিক ত্রুটি সামনে আসে। এই সমস্ত সমস্যার সমাধান করতে এবার নতুন সিস্টেম চালু করছেন নবান্ন। যাতে করে জমিচুরি একেবারে শেষ হয়ে যাবে আশা করছে প্রশাসন! আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত জনাব আপনাদের।
জমি ছুটি ঠেকাতে বড় পদক্ষেপ নবান্নের
এবার থেকে জমি ট্রান্সফার হলেই মালিকের ফোনে ম্যাসেজ ঢুকে যাবে। সুতরাং তৎক্ষণাৎ অ্যাকশন নিতে পারা যাবে। এর আগেই জানানো হয়েচিল প্রতিটি জমির খতিয়ানের সাথে মালিকের মোবাইল নাম্বার যুক্ত করা হবে। এর ফলে যদি কেউ মালিককে না জাগিয়ে অসাধু উপায়ে কাগজপত্র বানিয়ে ট্রান্সফার করতেও যায় তাহলে সেটা আটকানো যাবে। আর ফলে এই ধরণের অপরাধ যেমন কমবে তেমনি জমির মালিকেরা নিশ্চিন্ত হতে পারবেন। জানা যাচ্ছে প্রায় সাড়ে ৫ কোটি জমির খতিয়ানের সাথে মালিকদের নাম্বার সংযুক্তকরণ করা হবে।
কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?
যেমনটা জানা যাচ্ছে, পুজোর পর থেকেই এই সিস্টেম চালু হয়ে যাবে। নতুন পদ্ধতি চালু হলে জনসাধারণের উদ্দেশ্যে প্রচারও চালানো হবে বলে জানা গিয়েছে। তাই আপনার নাম যদি কোনো জমি থাকে তাহলে সেটা বাংলা ভূমি পোর্টালের মাধ্যমে মোবাইল নাম্বারের সাথে লিংক করবে নিতে পারেন। কিভাবে জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিংক করবেন? সেটাও নিচে জানিয়ে দেওয়া হল।
কিভাবে জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন?
- এর জন্য প্রথমেই আপনাকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) চলে যেতে হবে। সেখানে Sign Up বাটনে ক্লিক করুন।
- এবার প্রয়োজনীয় তথ্য যেমন নাম, সঠিক ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্টার করে নিন। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন।
- লগইন করার পর Citiizen অপশন এ গিয়ে Online Application এ ক্লিক করুন তারপর Mobile Number update Against Khatian এ ক্লিক করতে হবে।
- এবার যে পেজ খুলল সেখানে এক এক করে নিজের জেলা, ব্লক ও মৌজা বেছে নিন। তারপর খতিয়ান নাম্বার দিয়ে View বাটনে ক্লিক করলেই আপনার জমির তথ্য চলে আসবে।
- এখানেই দেখা যে আপনার মোবাইল নাম্বার আপডেট করার অপশন। নিজের মোবাইল নাম্বার দিয়ে দিলেই একটা OTP আসবে। সেটা দিয়ে সাবমিট করলেই আপনার খতিয়ান নাবারের সাথে মোবাইল নাম্বার লিংক হয়ে যাবে।