নিউজশর্ট ডেস্কঃ দরিদ্র তথা নিম্ন মধ্যবিত্তদের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। যার দৌলতে প্রতিমাসে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়া যায়। মাসের শুরুতেই কোন কার্ডে কত কেজি চাল ও গম পাওয়া যাবে সেটা জানিয়ে দেওয়া হয়। আর সেপ্টেম্বর মাস পড়তেই নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এমাসে আপনার কার্ডে কত কেজি চাল, গম পাওয়া যাবে? চলুন দেখে নেওয়া যাক।
সেপ্টেম্বরে কোন কার্ডে কি কি রেশন সামগ্রী পাওয়া যাবে?
রেশন দুর্নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। রেশন দোকানে যেমন প্রতিমাসে কার্ডের নিরিখে কত কেজি খাদ্যশস্য পাওয়া যাবে তার তালিকা ঝুলিয়ে রাখা হয় তেমনি মোবাইলে এসএমএস এর মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই তথ্য। তবে আপনি কত কেজি করে চাল ও কত কেজি গম পাবেন সেটার তালিকা জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
RKSY -1 ও RKSY – 2 কার্ডের রেশন
যে সমস্ত ব্যক্তিদের এই দুই ধরণের রেশন কার্ড রয়েছে তারা সেপ্টেম্বর মাসে ২ কেজি চাল পেয়ে যাবেন। রাজ্যে এই কার্ড হোল্ডারের সংখ্যাই সর্বনিম্ন। আগে এই কার্ডে ৫ কেজি চাল দেওয়া হত, তবে এখন সেটা কমিয়ে দেওয়া হয়েছে।
SPHH ও PHH কার্ডের রেশন
এই দুই কার্ড হল স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড। যাদের এই কার্ড রয়েছে তারা এই মাসে মাথাপিছু ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। তবে যদি গম না নিতে চান তাহলে তার বদলে ২ কেজি চাল নিয়ে নিতেই পারেন।
আরও পড়ুনঃ জমিচুরির দিন শেষ! কড়া পদক্ষেপ নিল নবান্ন, নতুন সিস্টেমে নিশ্চিন্তে হবে জমির বেচা কেনা
AAY কার্ডের রেশন সামগ্রী
AAY হল অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড। আপনার পরিবারের সদস্যদের যদি এই কার্ড থাকে তাহলে কার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গম বা ১৪ কেজি আটা দেওয়া হবে। এর জন্য কোনো টাকা দিতে হবে না। তবে এক্ষেত্রেও গম না নিতে চাইলে সমপরিমাণ চাল নিয়ে নিতে পারেন। একইসাথে ১ কেজি চিনিও দেওয়া হবে একেবারে বিনামূল্যে।