নিউজশর্ট ডেস্কঃ বঙ্গপোসাগরে ফের তৈরী হয়েছে নিম্নচাপ যেটা ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে। যার জেরে আবারও বৃষ্টিতে ভাসবে উপকূলের জেলাগুলি। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে শুক্র, শনি, রবি বৃষ্টি হচ্ছে এটুকু কনফার্ম। কোথায় কোথাই নামবে বর্ষা? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের আপডেট।
আজকের আবহাওয়া
কলকাতার আকাশ আজ মূলত পরিষ্কারই থাকবে। তবে মাঝে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ শতাংশ থেকে ৯৪ শতাংশ পর্যন্ত যেতে পারে। যার দরুন আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। বলা ভালো প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে আজকেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
যেমনটা শুরুতেই বলা হয়েছে মধ্যে বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে চলবে বজ্রবিদ্যুৎপাত। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে মাঝে কিছুদিন বৃষ্টির পরিমাণ কমলেও পুরোনো পরিস্থিতি ফায়ার এসেছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের আবহাওয়া কমবেশি একইরকম থাকবে বলে মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের জেরে নতুন করে যে বর্ষা নেমেছে এটা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত বৃষ্টি হবে। আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণের কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম ও নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ প্রায় একই থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে আগামী ৪৮ ঘন্টা এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।