নিউজশর্ট ডেস্কঃ একটা সময় ছিল যখন টাকা সঞ্চয়ের খুব বেশি বিকল্প মানুষের কাছে ছিল না। সময়ের সাথে সাথে ফিক্সড ডিপোজিট (FD), RD এর পাশাপাশি একাধিক বিনিয়োগের স্কিম উপলব্ধ হতেছে। তবে মুশকিল হলো বেশি রিটার্ন পেতে গেলেই রিস্ক নিতে হয় অর্থাৎ টাকা খাওয়ানোর ভয় থেকে যায় কিছুটা হলেও থেকেই যায়। তাই Fixed Deposit-কেই সব থেকে নিরাপদ বলে মনে করেন প্রবীণরা। তবে সব ব্যাঙ্কে আবার এফডিতে সুদের হার এক নয়। তাহলে কোন ব্যাঙ্কে টাকা রাখলে সর্বোচ্চ লাভবান হবেন আপনি? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলস স্কিম
ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। কোটি কোটি মানুষ নিজেদের টাকা সুরক্ষিত রাখার জন্য ও ব্যবসায়িক কাজের জন্য স্টেট ব্যাঙ্ককে ব্যবহার করছেন। আর এবার সাধারণ মানুষকে সঞ্চয়ী প্রকল্পে বিশেষ সুবিধা দিতে অমৃত কলস স্কিম (SBI Amrit Kalash Scheme) নিয়ে হাজির হলো SBI। জানা যাচ্ছে এই প্রকল্পে যদি কেউ এফডি করেন তাহলে ৭.১০% সুদ পাওয়া যাবে। আর যদি প্রবীণ নাগরিকরা করেন তাহলে ৭.৬০% সুদ মিলবে তবে এক্ষেত্রে আপনাকে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে FD করে ফেলতে হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টার ধনবৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিম
SBI এর মত আরো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কের তরফ থেকে স্টার ধনবৃদ্ধি ফিক্স ডিপোজিট (Star Dhan Vriddhi Fixed Deposit Scheme) নামক একটি স্পেশাল প্রকল্প চালু করা হয়েছে। যেখানে আমানতকারীরা ৩৩৩ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে তাতে ৭.২৫ শতাংশ সুদ পাবেন। তাছাড়া যদি আমানতকারী প্রবীণ নাগরিক হন তাহলে ৭.৭৫% ও সুপার সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রে ৭.৯০% সুদ দেওয়া হবে। গত পয়লা সেপ্টেম্বর থেকেই এই FD স্কিম চালু করা হয়েছে তবে কতদিন পর্যন্ত চলবে তা নির্দিষ্ট করে জানা যায়নি।
ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশাল FD স্কিম
ইন্ডিয়ান ব্যাঙ্ক এর তরফ থেকে গ্রাহকদের জন্য বিশেষ স্থায়ী আমানত বা FD প্রকল্প চালু করা হয়েছে। তাই আপনি যদি 300 দিনের জন্য FD করেন তাহলে ৭.০৫% সুদ পাবেন। তবে এক্ষেত্রে সিনিয়র সিটিজেন ও সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার আরো একটু বেড়ে যাবে।
আরও পড়ুনঃ মাসে মাত্র ৩০০০ দিলেই মোটা রিটার্ন! আমজনতাকে লাখপতি বানাচ্ছে SBI-এর এই স্কিম
পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক ফিক্স ডিপোজিট স্কিম
একটা বা দুটো নয় পাঞ্জাব এন্ড সিন্দব ব্যাঙ্ক গ্রাহকদের জন্য তিনটি স্পেশাল এফডি চালু করেছে। যার মধ্যে ২২২ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৩%, ৩৩৩ দিনের ক্ষেত্রে ৭.১৫% এবং ৪৪৪ দিনের ক্ষেত্রে ৭.২৫ পার্সেন্ট পর্যন্ত দেওয়া হবে। এক্ষেত্রেও সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ০.৫% বেশি দেওয়া হবে।