Mamata Banerjee big allegations against doctors for not working in govt hospitals but working in private hospitals

‘সরকারি হাসপাতাযে নয়, প্রাইভেটে গিয়ে কাজ করছে’, ডাক্তারদের নামেই অভিযোগ মুখ্যমন্ত্রীর

নিউজশর্ট ডেস্কঃ আর জি করের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল বেরিয়েছে। এমনকি বিচারের দাবিতে রাজপথে জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। এর কিছুটা হলেও ব্যাহত হয়েছে রাজ্যের চিকিৎসা পরিষেবা। তবে এরই মাঝে ডাক্তারদের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কি বললেন তিনি? জেনে নিন আজকের এই প্রতিবেদনে। 

চিকিৎসকদের একাংশ নাকি সরকারি হাসপাতালে কাজ না করে প্রাইভেট হাসপাতালে কাজ করছেন। এমনটাই অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, ‘যে রিপোর্ট আমার কাছে এসেছে তা থেকে জানতে পারছি অনেকে এখন কাজ করছেন না। অথচ প্রাইভেট হসপিটালে কাজ করছেন। ইজ ইট নট এ ফ্যাক্ট?’ 

‘ডাক্তারদের এহেন ব্যবহারের ফলে কর্পোরেটদের ব্যবসা বেড়েছে। ভাগ্য ভালো আমাদের তরফ থেকে স্বাস্থ্যকাটি কার্ড দেওয়া হয়েছিল। প্রাইভেটে ছানি কাটার অপারেশনের জন্য দু লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। একটা পরিবারের গোটা বছরের টাকাটা এক জায়গায় দিয়ে দিচ্ছে। এগুলো মানবিক সমস্যা, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বুঝতে হবে, যে রাজনীতির ঊর্ধ্বে মানুষ’। আজ নবান্নের তরফ থেকে ডাকা রাজ্যের প্রশাসনিক  বৈঠকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী।

তবে এখানেই শেষ নয় তিনি আরো বলেন, ‘রোগের কিন্তু কোন বিচার হয় না। একজন কার্ডিয়াক রোগীর যদি তৎক্ষরাপ চিকিৎসা না করা হয় তাহলে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। যার ঘরে এমনটা হয়নি তিনি এটা বুঝতেও পারবেন না। তাহলে কি হার্ট অ্যাটাক আটকে থাকবে? মমতা জানান, স্বাস্থ্য পরিষেবা অতি দ্রুত চালু করার জন্য যা প্রয়োজন সবটা করবে সরকার। আমরা এখনই কারোর বিরুদ্ধে কোন অ্যাকশনই নিতে চাই না। শান্তিপূর্ণভাবে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। 

আরও পড়ুনঃ প্রতিমাসে ঢুকছে টাকা, লক্ষীর ভান্ডার সহ এই ৩ সরকারি স্কিমে মোটা আয় হচ্ছে মহিলাদের

এদিকে সোমবারে সুপ্রিম কোর্টের ছিল আরজি কর মামলার শুনানি। আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ডাক্তারদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার আদেশ দিয়েছে। তবে এই নির্দেশের পরেও যদি চিকিৎসকরা কাজে যোগ না দেন সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে রাজ্য কোন পদক্ষেপ করলে সুপ্রিম কোর্ট তাতে বাধা দেবে না।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X