নিউজশর্ট ডেস্কঃ গনেশ চতুর্থী থেকে শুরু করে লাগাতার কমেছে সোনার দাম। এই সুযোগে অনেকেই নিজের পছন্দের গয়নাও কিনে ফেলেছেন। তবে আর কম থাকল না সোনার দাম। আজ বুধবার কিছুটা বেড়ে গেল। তাই এবার থেকে সোনা বা রুপা কিনতে গেলে কিছু এক্সট্রা টাকা খসবে। তাই আপনি যদি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে দেখে নিন কলকাতায় সোনা ও রুপার রেট কত চলছে আজ।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ২২ ক্যারেট সোনার জন্য গ্রাম প্রতি আপনার খরচ হবে ৬৭১৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য লাগবে ৬৭ হাজার ১৫০ টাকা। আর ১০০ গ্রামের জন্য খরচ হবে ৬ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতি ১০০ গ্রামের জন্য ৩৮০০ টাকা বেড়েছে সোনার দাম।
আর যদি একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য আপনাকে খরচ করতে হবে ৭৩২৫ টাকা। যার অর্থ ১০ গ্রাম সোনার জন্য ৭৩ হাজার ২৫০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা খরচ হবে। অর্থাৎ গতকালের তুলনায় আজ ২৪ ক্যারেট সোনার দাম ১০০ গ্রামে ৪১০০ টাকা বাড়ানো হয়েছে।
তবে সস্তায় সোনা কিনতে চাইলে আপনি ১৮ ক্যারেট সোনা কিনতেই পারেন। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫৪৯৪ টাকা। যার অর্থ ১ ভরী বা ১০ গ্রামের জন্য ৫ ৪ ৯ ৪ ০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা খরচ হবে। যেটা ২২ ক্যারেট বা ২৪ ক্যারেটের তুলনায় অনেকটাই কম। অর্থাৎ গতকালের তুলনায় আজ ৩১০০ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম।
আরও পড়ুনঃ পুজোর আগে নতুন গেরো! ধর্মঘটের ডাক দিল ট্রাক চালকেরা, কাল থেকেই বাড়বে সমস্ত জিনিসপত্রের দাম
আজ কলকাতায় রুপার দাম
সোনার পর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ও জনপ্রিয় ধাতু হল রুপা। আজ আপনি যদি কলকাতায় রুপা কিনতে চান তাহলে আপনাকে ১০০ গ্রামের জন্য ৮৬৫০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ রুপা ৮৬ হাজার ৫০০ টাকা কেজি। ৫০০ টাকা প্রতিকেজি হিসবে বেড়েছে রুপার দাম।