Recruitment for 39481 in SSC GD Central Force 2024 Know how to apply

মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় বাহিনীতে মোটা মাইনের চাকরি! বেকাররা এখুনি করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ এখনকার দিনে একটা ভালো চাকরির খোঁজ পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মাধ্যমিক যোগ্যতায় তো আরও বেশি কঠিন। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আধা সেনা ও কেন্দ্রীয় বাহিনীর ৮ টি বিগগা বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। যেখানে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

SSC GD Recruitment 2024

যেমনটা জানা যাচ্ছে ৩৯ হাজার ৪৮১ শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে পুরুষদের জন্য শূন্যপদ ৩৫৬১২ আর মহিলাদের জন্য শূন্যপদ ৩৮৬৯ টি। মাধ্যমিক পাশ করে থাকলেই এই কাজের জন্য আবেদন করা যাবে। ফর্ম ফিলাপ করলে আগামী বছর ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা নেওয়া হবে। যে আটটি বিভাগে কনস্টেবল পদে নিয়োগ হবে সেগুলো হলঃ BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF ও NCB।

কেন্দ্রীয় বাহিনীতে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

  • এই কাজে আবেদের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে SC, ST দের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
  • প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃতি কোনো স্কুল বা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

কিভাবে আবেদন করতে হবে?

  1. যারা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাদের প্রথমেই এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) চলে যেতে হবে।
  2. তারপর প্রথমবার ইউজার হলে রেজিস্ট্রেশন পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন।
  3. তারপর নির্দিষ্ট পরীক্ষা সিলেক্ট করে ‘Apply’ বাটনে ক্লিক করলেই আবেদন ফর্ম খুলে যাবে। সেটাকে সঠিক তথ্য দিয়ে ফিলআপ করে নিতে হবে।
  4. এরপর যে ডকুমেন্ট আপলোড করার সেগুলো আপলোড করে সবটা একবার প্রথম থেকে চেক করে সাবমিট করে দিলেই আবেদন করা হয়ে যাবে। এরপর আবেদন ফর্মের একটা কপি প্রিন্ট আউট করিয়ে নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস

  • পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট ও রেজাল্ট
  • জাতিগত শংসাপত্র
  • প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়া ইন্টারভিউ দিয়েই সরকারি চাকরি! কর্মবন্ধু প্রকল্পে শুরু হল নিয়োগ, এভাবে করুন আবেদন

নিয়োগের পদ্ধতিঃ

যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে তাদের প্রথমেই একটি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। সেখানে পাশ করলে ফিজিক্যাল ও মেডিকেল টেস্ট করা হবে। সেগুলিতে পাশ করলে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ক্ষেত্রে বলে রাখা ভালো কাজ হলে মাসিক ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।

কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Official Link

আবেদনের শেষ তারিখ : ১৪ই অক্টবর ২০২৪ 

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X