নিউজশর্ট ডেস্কঃ এমাসের শুরু থেকেই কপাল খুলেছিল সাধারণ মধ্যবিত্তের। গণেশ চতুর্থী পর্যন্ত সোনার দাম নিম্নমুখী হওয়ায় বিক্রি মেরেছিল স্বর্ণালী ধাতুর। তবে আর সস্তা রইল না। আজ কলকাতায় সামান্য বেড়ে যে সোনার দাম। আসলে বিশেষজ্ঞদের মতে, নভেম্বরের মধ্যেই সোনার দাম ৭৬ হাজার টাকা ভরী হয়ে যেতে পারে। তাই প্রয়োজন হলে এখন থেকেই সোনা কিনে রাখতে পারেন। তবে তার আগে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট কত?
আজ কলকাতায় সোনার দাম
আজ আপনি যদি ২ ২ ক্যারেট সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে প্রতিগ্রামের জন্য আপনাকে ৬৭১৬ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৬৭ হাজার ১৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা খরচ হবে আজ কলকাতায়। যেটা গতকালের তুলনায় ১০০ গ্রামে ১০০ টাকা বেশি।
আর যদি আরও খাঁটি সোনা কিনতে চান অর্থাৎ ২৪ ক্যারেট, তাহলে এক গ্রামের জন্য আপনাকে খরচ করতে হবে ৭৩২৬ টাকা। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রামের দাম পড়বে ৭৩ হাজার ২৬০ টাকা। গতকালের তুলনায় হালকা দাম বেড়েছে, আজ ১০০ গ্রাম সোনার জন্য ১০০ টাকা বেশি খরচ করতে হবে।
তবে সস্তায় সোনা কিনতে চাইলে সেই অপশনও রয়েছে। আপনি ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন, যেটার ১ গ্রামের দাম আজ ৫৪৯৫ টাকা। আর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরীর দাম মাত্র ৫৪ হাজার ৯৫০ টাকা। আর ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। এক্ষেত্রেও ১০০ টাকা দাম বেড়েছে প্রতি ১০০ গ্রামের জন্য।
আজ কলকাতায় রুপার দাম
সোনা যদি বেশি দাম মনে হয়ে থাকে তাহলে পানি রুপাও কিনতে পারেন। আজকাল রুপার গয়না বিয়ে থেকে শুরু করে যে কোনো উৎসবের পড়ার জন্য বেশ ট্রেন্ডিং চলছে। আজ কলকাতায় রুপা ৮৬ হাজার ৬০০ টাকা কেজি। অর্থাৎ আজ রুপা কিনতে চাইলে ১০০ গ্রামের জন্য ৮৬৬০ টাকা খরচ হবে। যেটা গতকালের তুলনায় কেজিতে ১০০ টাকা বেশি।