নিউজশর্ট ডেস্কঃ এমাসের শুরু থেকেই সোনার দাম ছিল নিম্নমুখী (Gold Rates)। যার জেরে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মত। আসলে সামনেই উৎসবের মরশুম। তারপরেই আরম্ভ হবে বিয়ের মরশুম। এর উপরে বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করেছেন যে নভেম্বর নাগাদ হু হু করে বাড়বে সোনার দাম। এবার সেই আশঙ্কাই সত্যি হল। আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর একধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম। আপনার এলাকায় কত চলছে সোনা ও রুপার রেট? চলুন দেখে নেওয়া যাক।
আজ কলকাতায় সোনার দাম
সোনার কেনার সিদ্ধান্ত নিয়ে থাকলে আজকে ছেঁকা লাগতে পারে পকেটে। কারণ ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য আজ কলকাতায় ৬৮২৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৬৮ হাজার ২৫০ টাকা ও ১০০ গ্রাম সোনার জন্য ৬ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা খরচ হবে। অর্থাৎ গতকালের তুলনায় আজকে একধাক্কায় ১২,০০০ টাকা দাম বেড়েছে সোনার।
আর যদি আপনি আরও খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য ৭৪৪৫ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১ ভরী বা ১০ গ্রামের জন্য ৭৪ হাজার ৪৫০ টাকা খরচ হবে। যেটা গতকালের তুলনায় ১৩০০ টাকা বেশি। আর ১০০ গ্রাম সোনার জন্য ৭ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা লাগবে।
তবে সস্তায় গহনা সোনা কিনতে চাইলে ১৮ ক্যারেট সোনা কেনাই শ্রেয়। আজ কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার জন্য খরচ পড়বে ৫৫৮৪ টাকা। অর্থাৎ ১০ গ্রাম বা এক ভরী সোনার জন্য ৫৫ হাজার ৮৪০ টাকা খরচ পড়বে। এক্ষেত্রেও দাম অনেকটাই বেড়েছে একইদিনে। প্রতি ভরীতে ৯৮০ টাকা দাম বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ কোন ক্লাসে কত টাকা পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে? রইল কোর্সভিত্তিক টাকার তালিকা
আজ কলকাতায় রুপার দাম
সোনা ছাড়াও আজকাল বাজারে রুপার চাহিদাও বাড়ছে। তাছাড়া বিয়েতে অনেকেই রুপোর নেকলেস থেকে অন্যান্য গয়নাও পড়ছেন। তাই আজ যদি আপনি কলকাতায় রুপা কিনতে চান তাহলে আপনাকে ১০০ গ্রামের জন্য ৮৯৫০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ রুপা ৮৯,৫০০ কেজিতে বিক্রি হচ্ছে। যেটা গতকালের তুলনায় কেজিতে ৩০০০ টাকা বেশি।