নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিন কর্মসূত্রে হোক বা যাতায়াতের জন্য ট্রেন হল সবচেয়ে সস্তা ও সুন্দর উপায়। কিন্তু এবার জানা যাচ্ছে সপ্তাহের শেষে ভোগান্তি বাড়তে চলেছে নিত্য যাত্রীদের। কারণ আগামীকাল অর্থাৎ শনিবার ও রবিবার একাধিক ট্রেন বাতিল করা হল শিয়ালদহ ডিভিশনে। কোন কোন ট্রেন বাতিল? বাড়ি থেকে বেরিয়ে সমস্যায় না পড়তে চাইলে দেখে নিন তালিকা।
শিয়ালদহ লাইনে বাতিল একাধিক ট্রেন
সপ্তাহের শেষ কর্মদিবস শনিবার। যদিও দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে তবে সরকারি চাকরিজীবীদের বাদ দিলেও প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করবেন। কিন্তু এরই মাঝে রেলের তরফ থেকে একঝাঁক ট্রেন বাতিলের খবর ঘোষণা করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে শিয়ালদহ ডিভিশনে প্রায় ৪০টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এর ফলে ভোগান্তি বাড়বে যাত্রীদের।
কেন ট্রেন বাতিল?
মূলত রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্যই ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ যাওয়ার দিকে ডাউন লাইনে ১২ ঘন্টা আর বারাসাত স্টেশনের টিকের আপ লাইনে ১০ ঘন্টার পাওয়ার ব্লক করা হবে। যার ফলে এই সময় কোনো ট্রেন চলাচল ব্যাহত হবে। শনিবার রাত্রি ১০.৩০ মিনিট থেকেই শুরু হবে পাওয়ার ব্লক, যেটা পরদিন সকাল পর্যন্ত চলবে। তবে ডাউন লাইন সকাল ১০টা পর্যন্ত ব্লক থাকবে আর আপ লাইন সকাল ৮টা পর্যন্ত।
শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকাঃ
- ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল
- আপ বনগাঁ-শিয়ালদহ লোকাল
- ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল
- আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল
শনিবারের তুলনায় রবিবারেই বেশি ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন চলবে না? নিচে সেই তালিকা দেওয়া হল।
- রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকাঃ
- ডাউন শিয়ালদহ-হাসনাবাদ লোকাল
- আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল
- ডাউন শিয়ালদহ-দত্তপুকুর লোকাল
- আপ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল
- ডাউন মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর
- আপ মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর
- লক্ষ্মীকান্তপুর-নামখানা
- ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল
- হাবড়া-শিয়ালদহ
- বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল
- মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল
- মাঝেরহাট-বারাসত লোকাল
- বারাসত-বনগাঁ লোকাল
- বারাসত-শিয়ালদহ লোকাল
- বারাসত-দত্তপুকুর
- দত্তপুকুর-শিয়ালদহ
এছাড়াও শনিবার বনগাঁ-শিয়ালদহ রুটের লোকাল সংক্ষিপ্ত রুটে চালানো হবে। একইভাবে রবিবারেও দুজোড়া বনগাঁ টু শিয়ালদাহ লোকাল চলবে ছোট রুটে।