পার্থ মান্নাঃ এমাসের শুরু থেকে হয়ে চলা অবিরাম বর্ষণ থেমেছে কয়েক দিন হল। নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে কয়ে সপ্তাহে। বর্ষা দেরিতে এলেও সুদে আসলে সবটাই মিটিয়ে দিয়েছে বলা যেতে পারে। তবে নিম্নচাপ সরে যেতেই ভাদ্রের গরম পড়তে শুরু করেছে। বিগত দু দিনেই উষ্ণতার পারদ চড়েছে অনেকটাই। আবারও কি নামতে পারে বৃষ্টি? নাকি এমনই থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ বেশিরভাগ সময়ই মেঘমুক্ত থাকবে। তবে কিছু জায়গায় বিক্ষপ্তভাবে সাময়িক হালকা বা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০% থেকে ৭৫% পর্যন্ত থাকবে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। যার অর্থ গরম তো থাকবেই সাথে প্যাচপ্যাচে ঘামের জেরে নাজেহাল হতে হবে বাঙালিকে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতরের তরফ থেকে এই রাজ্যগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কারই। থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়াও আগের তুলনায় অনেকটা ভালো হয়ে গিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার থেকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে আজ। তবে মাঝে মধ্যে কিছু জায়গায় হালকা বা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। যদিও হাওয়া অফিসের তরফ থেকে আলাদা করে কোনো বৃষ্টির সতর্কতা জানানো হয়নি।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ ২১ শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেই বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আকাশ একেবারে ঝলমলে পরিষ্কার থাকবে বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে।