পার্থ মান্নাঃ খাতায় কলমে বর্ষা বিদেয় নিতে শুরু করলেও আবহাওয়া বলছে অন্য কথা। একদিকে ভাদ্রের পচা গরমের জেরে নাজেহাল দশা পশ্চিমবঙ্গবাসীর। তো অন্য দিকে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার ফলে ফের একবার গোটা বাংলায় বৃষ্টি নামবে ঝেপে। গতকাল ঠিক জেন্টা গলদঘর্ম হতে হয়েছিল তেমনি এবার ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা জারি হল একাধিক জেলায়। তাই বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন কোথায় হবে বৃষ্টি আর কেমন থাকবে আজকের আবহাওয়া !
আজকের আবহাওয়া
আজকে কলকাতা শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিনে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সারাদিনই প্রায় ৮৫% থেকে ৯৫% এর মধ্যে থাকবে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। প্যাচপ্যাচে ঘামের জেরে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া হাওড়া, হুগলি ও বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া বিগত কয়েক দিনে বহু জায়গায় ভূমি ধসেরও খবর মিলেছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার বাংলার প্রায়ই প্রতিটা জেলায় ভাসবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা,দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা বার্তাও জারি করা হয়েছে। এছাড়া উত্তরেও দার্যালিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।