পার্থ মান্নাঃ গহনার জন্য হোক বা বিনিয়োগের জন্য সোনা দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের প্রথম পছন্দ। যে কোনো শুভ কাজে যেমন উপহার হিসাবে সোনা ব্যবহার করা হয় তেমনি সোনা হল সাফল্য ও সম্পদের প্রতীক। তাই সারাবছরই সোনার ডিমান্ড থাকে হাই। তবে বিগত কয়েক দিনে সোনার দাম রেকর্ড হাই হয়ে গিয়েছে। আজ যদি আপনি সোনা কেনার কথা ভাবেন তাহলে কত দাম পড়বে? চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট কত?
আজকে কলকাতায় সোনার দাম
আজ যদি আপনি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে এক গ্রামের জন্য ৭০৬০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রামের জন্য ৭০ হাজার ৬০০ টাকা লাগবে। সেই হিসাবে ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭ লক্ষ ৬ হাজার টাকা। বিগত ২৪ ঘন্টায় সোনার দামের কোনো পরিবর্তন হয়নি।
তবে যদি আপনি আরও বিশুদ্ধ বা খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে দাম আরেকটু বেশি হবে। এক্ষেত্রে আপনাকে প্রতি গ্রামের জন্য ৭৭০২ টাকা দিতে হবে। অর্থাৎ ১০ গ্রামের দাম ৭৭ হাজার ০২০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৭০ হাজার ২০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও সোনার দামের কোনো পরিবর্তন হয়নি গত ২৪ ঘন্টায়।
অবশ্য সস্তার সোনাও রয়েছে বাজারে। আপনি যদি ১৮ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রাম সোনার দাম পড়বে ৫৭৭৭ টাকা। যার অর্থ ১০ গ্রামের জন্য ৫৭ হাজার ৭৭০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭০০ টাকা খরচ হবে। গতকালের তুলনায় আজকে ১৮ ক্যারেট সোনার দাম না বেড়েছে না কমেছে।
আজকে কলকাতায় রুপার দাম
হু হু করে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে পকেটে টান পড়ছে অনেকেরই। তাই অনেকেই আজকাল সোনা ছেড়ে রুপার গয়না করতে পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনি যদি আজ কলকাতায় রুপা কিনতে চান তাহলে ১০০ গ্রামের জন্য ৯২৭০ টাকা লাগবে। অর্থাৎ আজকেও রুপা ৯২,৭০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। বিগত ২৪ ঘন্টায় দামের কোনো পরিবর্তন হয়নি।