পার্থ মান্নাঃ বর্তমানে স্মার্টফোন ছাড়া একটা দিনের কথা ভাবাও যায় না। শুধুমাত্র যোগাযোগ রক্ষা নয়, কাজ থেকে ছোটোখাটো সমস্ত জিনিসেই স্মার্টফোনের উপরই নির্ভরশীল সকলে। তবে মুশকিল হয়ে দাঁড়িয়েছে বাড়তে থাকা মোবাইল রিচার্জের দাম। গত জুলাই মাসেই এক ধাক্কায় ২৫% পর্যন্ত রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে Jio, Airtel থেকে Vi এই তিন কোম্পানি। যার ফলে ফোন আসা যাওয়া চালু রাখতে গেলেও অন্ততপক্ষে ২০০ টাকা খরচ করতেই হবে। তবে একটি কোম্পানি আছে যে রিচার্জের দাম অপরিবর্তিত রেখেছে। হ্যাঁ সেটা হল BSNL। আর এবার গ্রাহকদের জন্য রীতিমত ধামাকা প্ল্যান নিয়ে হাজির হল বিএসএনএল।
বাকিরা যেখানে রিচার্জের দাম বাড়িয়ে চলেছে সেখানে দাম একই রাখার কারণে ইতিমধ্যেই দলে দলে মানুষ পোর্ট করিয়ে BSNL এ যোগ দিচ্ছে। এমনকি বিগত কয়েক মাসে রেকর্ড পরিমাণ সেল হয়েছে বিএসএনএল এর সিমকার্ড। যার জেরে রীতিমত চাপে পরে গিয়েছে এয়ারটেল থেকে জিও এর মত বড় কোম্পানিগুলি। তবে এখানেই থামছে না বিএসএনএল। এবার সস্তায় লম্বা ভ্যালিডিটির আরও একটু নতুন প্ল্যান লঞ্চ করেছে BSNL। আজ সেই প্ল্যানটির সম্পর্কেই জানাবো আপনাদের।
BSNL Rs 298 রিচার্জ
আপনি যদি ২৯৮ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে আনলিমিটেড কলিং তো পাবেনই সাথে প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট থাকবে। এর সাথে রোজ ১০০ টি ফ্রি SMS থাকবে আর থাকবে বিনামূল্যে কিছু এক্সট্রা অ্যাড অন সুবিধাও। তবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজীনয় সেটা হল লম্বা ভ্যালিডিটি। তাই ২৯৮ টাকার রিচার্জে ৫২ দিনের বৈধতা দিচ্ছে বিএসএনএল। অন্য কোম্পানিগুলি যেখানে ২০০ টাকায় যেখানে মাত্র ২৮ দিনের বৈধতা দিচ্ছে সেখানে এটি তুলনামূলকভাবে অনেকটাই ভালো।
আসলে এখনও অনেক এমন মানুষ আছেন যাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না। শুধুমাত্র ফোন আসা যাওয়ার জন্যই ব্যবহার করেন। তাদের ক্ষেত্রে এই সস্তায় লম্বা ভ্যালিডিটি প্ল্যান অনেকটাই টাকা বাঁচিয়ে দেবে। জিও বা এয়ারটেলের তুলনায় প্রায় ডাবল ভ্যালিডিটি অফার করছে।
প্রসঙ্গত, অন্যান্য টেলিকম কোম্পানি ইতিমধ্যেই 4G ও 5G পরিষেবা চালু করে দিয়েছে। সেই দিক থেকেই অনেকটাই পিছিয়ে রয়েছে BSNL। কারণ এখনও কেবল মাত্র 2G ও 3G পরিষেবা পাওয়া যায় BSNL এ। তবে গোটা দেশে শীঘ্রই 4G সার্ভিস চালু করার লক্ষে কাজ করছে কোম্পানি। আর একবার 4G সার্ভিস চালু হয়ে গেলেই 5G এর কাজ শুরু করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।