পার্থ মান্নাঃ শরীর খারাপ হলে ডাক্তার দেখানোর প্রয়োজন হয়। তবেই ডাক্তারবাবু সমস্ত উপসর্গ দেখে বুঝে ওষুধ লিখে দেন যা খাওয়ার পর শরীর সুস্থ হয়ে ওঠে। তবে সময়ের সাথে সাথে কিছু ওষুধ এতটাই পরিচিত হয় যায় যে লোকে ডাক্তার না দেখিয়েই লক্ষণ বুঝে খেতে শুরু করে দেয়। যেমন জ্বর হল প্যারাসিটামল কিংবা গ্যাস হলে বা গ্যাসের থেকে পেতে যন্ত্রণা হলে প্যান ডি। যদিও এভাবে খাওয়া একেবারেই উচিত হয়। তবে এবার যে খবর সামনে এল সেটা দেখার পর কিছু মানুষ রীতিমত চমকে গিয়েছেন। যে ওষুধ নিরাপদ ভেবে খাচ্ছেন তার মধ্যেই বেশ কিছু গুণমানের পরীক্ষায় ডাহা ফেল! কি নাম ওষুধগুলির? জানতে হলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোলে ফেল প্যান ডি
প্যারাসিটামল, প্যান ডি এর মত একাধিক ওষুধ আছে যেগুলোর সাথে মানুষ দীর্ঘদিন ধরে পরিচিত। বা বলা ভালো লক্ষণ দেখে নিজেরাই কিনে ওষুধ খেয়ে ফেলেন। তবে সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) তরফ থেকে জানানো হয়েছে যে মোট ৫৩ টি ওষুধ পরীক্ষায় ফেল করেছে। যার মধ্যে রয়েছে Paracitamol থেকে Pan-D এর মত ওষুধগুলি। যেটা জানার পর রীতিমত অবাক আমজনতা।
গুণগত ম্যান নির্ধারণের পরীক্ষায় ফেল ৫৩টি জনপ্রিয় ওষুধ
যে কোনো ওষুধ বাজারজাত হওয়ার আগে কিছু নির্দিষ্ট গুণমান থাকতে হয়। কিন্তু এবার সেই পরীক্ষায় একেবারে ফেল একাধিক ওষুধ। নিচে ওষুধগুলির কয়েকটির তালিকা দেওয়া হলঃ
সান ফার্মার প্যান্টোসিড ডি (Pan D) যেটা মূলত অ্যাসিড ডিফ্লেকসের জন্য ব্যবহৃত হয়। বলা ভালো গ্যাস অম্বল হলে ডাক্তারের এই ওষুধ লেখেন। এছাড়াও ক্যালসিয়াম ও ভিটামিন-ডি ট্যাবলেট থেকে শুরু করে শেলকাল ও পালমোসিল ইনজেকশনও ফেল করেছে।
অ্যালকেম হেলথের একটি অ্যান্টিবায়োটিক ‘Calavam 625’, যেটা ভাইরাল ফিভারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় সেটিও পরীক্ষায় ডাহা ফেল করেছে। এছাড়া গ্লেনমার্ক কোম্পানির ‘টেলমা এইচ’ যেটা উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত হয় ও ম্যাক্লিওডস ফার্মার আর্থারাইটিসের ওষুধ ‘ডিফকোর্ট ৬’। সব মিলিয়ে মোট ৫৩টি ওষুধ রয়েছে।
কি বলছে ওষুধ নির্মাণকারী সংস্থাগুলি?
গুণমান নির্ধারণের পরীক্ষায় ব্যর্থ হতেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা গুলির মধ্যে সান ফার্মা প্রতিক্রিয়া দিয়েছে। এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই ব্যাচ নাম্বার তদন্ত করে দেখা হয়েছে। যে ওষুধগুলি ফেল করেছে সেগুলি সান ফার্মার তৈরী নয়। অর্থাৎ নকল ওষুধগুলি পরীক্ষায় ব্যর্থ হয়েছে।