পার্থ মান্নাঃ পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্যের দিক থেকে নিরাপত্তা দিতে ২০১৬ সালে চালু হয় স্বাস্থ্যসাথী প্রকল্প। এই কার্ডের দৌলতেই সরকারি হোক বা বেসরকারি যে কোনো হাসপাতালেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান সাধারণ মানুষ। এর ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। তবে এবার আরও বড় ঘোষণা এল স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে।
ক্যান্সারের চিকিৎসাও মিলবে স্বাস্থ্যসাথী প্রকল্পে
এমার্জেন্সি চিকিৎসা থেকে একাধিক রোগ সহ ক্যান্সারের চিকিৎসাও মিলত স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে। তবে রেডিয়েশন থেকে নিউক্লিয়ার মেডিসিনের খরচ নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কারণ কেমোথেরাপি এর ব্যবহার অতিরিক্ত বেড়ে চলেছিল। সেই কারণেই লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে এবার নতুন করে ঘোষণা এল যাতে সমগ্র রাজ্যবাসী উপকৃত হবেন।
জেলার হাসপাতালে মিলবে ক্যান্সারের চিকিৎসা!
ক্যান্সারের মত দুরারোগ্য ব্যাধি হলে চিকিৎসার জন্য অনেক সময়েই কলকাতায় বা ভিন রাজ্যে যেতে হত। কিন্তু সমস্যা হল এই রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড সব সময় সেই রাজ্যে কাজ করত না। তাছাড়া প্রতন্ত জেলা থেকে কলকাতায় রোজের যাতায়াতও বেশ সমস্যার। তাই এবার জেলার হাসপাতালগুলোতে অঙ্কোলজিস্ট মিলবে। যার ফলে কোনোরকম উপসর্গ দেখা দিলে সেটা সহজেই শনাক্ত করে নেওয়া যাবে।
শুধুই নয় ক্যান্সার মিলবে আরও ৭০টি রোগের চিকিৎসা
শুধুমাত্র ক্যান্সার নয় এবার থেকে আরও ৭০টি রজার চিকিৎসার সুবিধা পাওয়া যাবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই। এমনকি ক্যান্সারের জন্য শুধুমাত্র কেমোথেরাপি নয় অত্যাধুনিক চিকিৎসা যেমন রেডিও ফ্রেকুয়েন্সি, রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবোলেশন থেকে শুরু করে ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক এর মত জরুরি চিকিৎসা পরিষেবাও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা সংক্রান্ত ঘোষণা আসার পরেই উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে ক্যান্সার ডিটেকশন ইউনিট। যেটা চালু হয়ে গেলে জেলার মানুষেরা সহজেই ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা পেয়ে যাবেন।