LIC Aadhar Stambh Policy will give 4 Lakh Return for just Rs 30 Per day know details

দিনে মাত্র ৩০ টাকা দিয়েই রিটার্ন ৪ লক্ষ, টাকা জমানোর সেরা প্ল্যান আনল LIC

পার্থ মান্নাঃ প্রশ্ন যখন সুরক্ষিত ভবিষ্যতের তখন বেশিরভাগ ভারোবাসীই চোখ বুঝে বিশ্বাস করেন লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC এর উপর। ছোট থেকে বড় সমস্ত বয়সের লোকেদের জন্যই LIC এর একাধিক প্ল্যান রয়েছে। তবে আজ আপনাদের এমন একটি প্ল্যান সম্পর্কে জানাবো যেখানে প্রতিদিন মাত্র ৩০ টাকা করে জমিয়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন! কিভাবে সম্ভব? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

LIC আধার স্তম্ভ প্ল্যান

LIC এর একটি দুর্দান্ত ইন্সুরেন্স প্ল্যান হল ‘LIC Aadhar Stamh Policy’, যা একটি নন-লিংকড পলিসি। নন-লিংকড এর অর্থ হল এর সাথে শেয়ার বাজারের কোনো যোগাযোগ নেই। ৮৪৩ নম্বর টেবিলের এই প্ল্যানটি নূন্যতম ১০ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত সময়ের জন্য করা যেতে পারে। যেখানে আপনি গ্যারেন্টীড মোটা টাকা রিটার্ন পাবেন।

আপনি যদি এই পলিসি নেন তাহলে আপনার রিস্ক কভারেজ থাকবে যেদিন পলিসি করবেন সেই দিন থেকেই। এমনকি কোনো কারণে মৃত্যু হলেও নমিনির হাতে মোটা টাকা দেওয়া হবে। আর ম্যাচিউরিটির সময় সাম অ্যাসিওরড এর সাথে লয়্যালটি বোনাসও পাওয়া যাবে। এই পলিসির জন্য আপনি মাসে, তিন মাসে, ছয় মাসে বা বছরে একবার প্রিমিয়াম দিতে পারেন।

দিনে ৩০ টাকা দিয়েই রিটার্নে ৪ লক্ষ

এবার প্রশ্ন হল কিভাবে দিনে ৩০ টাকা করে দিয়ে ৪ লক্ষ টাকার রিটার্ন পাওয়া যেতে পারে? উত্তর হল আপনাকে কিছু নির্দিষ্ট টাকা ২০ বছরের জন্য জমা করতে হবে। তাহলেই এই বিরাট টাকা আপনি পেয়ে যাবেন। নিচে এই টাকার ক্যালকুলেশন দেওয়া হলঃ

যদি আপনি দিনের ৩০ টাকা হিসাযে মাসে ৯০১ টাকা ও বছরে ১০৮১২ টাকা প্রিমিয়াম হিসাবে দেবেন। তাহলে ২০ বছর পর যে টাকা জমবে তার দৌলতে নিশ্চিতভাবে ৩ লক্ষ টাকা পাবেনই। এর সাথে লয়্যালটি বোনাস হিসাবে যোগ হবে ৯৭,৫০০ টাকা। তাই সব মিলিয়ে মোট ফেরত পাবেন প্রায় ৩ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার কাছাকাছি। অর্থাৎ প্রায় ৪ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যাবে যদি আপনি দিনে ৩০ টাকা করে জমিয়ে এই পলিসি করেন।

LIC আধার স্তম্ভ পলিসি কারা করতে পারবেন?

LIC এর তরফ থেকেই এই বিশেষ পলিসিটি শুধুমাত্র পুরুষদের জন্য উপলব্ধ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি একজন পুরুষ হন ও আপনার বয়স ৮ থেকে ৫৫ এর মধ্যে হয়ে থাকে তাহলে আপন এই পলিসি করতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পলিসির ম্যাচিউরিটি গ্রাহকের ৭০ বছর বয়সের আগে হতে হবে। অর্থাৎ আপনি যদি ৫৫ বছর বয়সে পলিসিটি করেন তাহলে সর্বোচ্চ ১৫ বছরের জন্য এই পলিসিটি করতে পারবেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X